29/03/2024 : 7:42 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুর ১ পঞ্চায়েত অফিসের সামনে ঠাণ্ডা পানীয়জল জল প্রকল্পের উদ্বোধন

আহাম্মদ মির্জা, জামালপুর, ১৬ জুনঃ আজ জামালপুরের ব্লকের জামালপুর ১নং পঞ্চায়েত অফিসের সামনে ঠাণ্ডা পানীয়জল জল প্রকল্পের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন এবং বিডিও শুভংকর মজুমদার। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক,প্রধান ডলি নন্দী, উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ পঞ্চায়েতের সদস্য -সদস্যা ও কর্মীরা। মেহেমুদ খান বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতে ব্লকের বিভিন্ন প্রান্তে উন্নয়নের কাজ অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং আজ ঠাণ্ডা জল প্রকল্পের উদ্বোধন হলো।এই ঠাণ্ডা জল পথ চলতি মানুষ সহ এলাকার মানুষের পিপাসা মেটাবে।

উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল বলেন করোনা এবং আম্ফানের ফলে গোটা বাংলা অর্থনৈতিক সংকটে থাকলেও আমাদের সরকারের উন্নয়ন মূলক কাজ চলছে। এবং উনি বলেন পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এই পানীয় জল প্রকল্পের তৈরি করা হলো।এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার মতো। জামালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারাণ মানুষেরা।

Related posts

জমানো অর্থ থেকে ১ লক্ষ টাকা দান শিক্ষিকার

E Zero Point

পুজোর সময় নিয়ম মেনে গাড়ি চালান, সচেতনতা অভিযান বর্ধমানে

E Zero Point

বাড়ির ফেলে দেওয়া জিনিসের হাট এবার নিউটাউনে

E Zero Point

মতামত দিন