29/03/2024 : 9:07 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

ইটাচুনা চক্রের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে দ্বারবাসিনী অঞ্চলে ত্রাণ বিলি

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডুয়াঃ আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার পাণ্ডুয়া জোনের অন্তর্গত ইটাচুনা চক্রের উদ্যোগে পান্ডুয়া ব্লকের জায়ের- দ্বারবাসিনী পঞ্চায়েতের অন্তর্গত দ্বারবাসিনী হাটতলা অঞ্চলের প্রায় ১০০টি দুঃস্থ অসহায় অভিভাবক পরিবারের হাতে ডাল, তেল, সোয়াবিন, চিড়ে, বিস্কুট, সাবান সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে তৈরি ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতৃত্ব সুনীল বাস্কে, ইটাচুনা চক্রের সম্পাদক করণ মুর্মু, রুহুল আমিন, রতন কর্মকার, সন্তু বাউল দাস, সুবীর শর্মা, সৌমি ভট্টাচার্য্য, গৌতম মৃধা সহ শিক্ষক নেতৃত্ব। এছাড়াও ছিলেন প্রাক্তন শিক্ষক হরপ্রসাদ দাস ও প্রাক্তন প্রধান জয়দেব বাস্কে। আগামী দিনে এমন কাজ চলবে বলেই জানান চক্র সম্পাদক। শিক্ষার স্বার্থের সমাজের স্বার্থে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সব সময় অভিভাবক সমাজ ও ছাত্র-ছাত্রীদের পাশে ছিল আছে থাকবে।


সমিতির পক্ষে এলাকার শিক্ষক রুহুল আমিন জানান, করো না মহামারী পরিস্থিতিতে লকডাউন এর ফলে সারা বিশ্বের মতো আমাদের এলাকা যথেষ্ট ক্ষতিগ্রস্থ। এর সঙ্গে যুক্ত হয়েছে আম্ফান প্রাকৃতিক দুর্যোগ। লকডাউন এর ফলে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হচ্ছিল, তারপর আবার এই প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেকেরই ঘরবাড়ি ভেঙে গেছে। ফলের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী অভাব ঘটেছে। আমরা আগামী দিনে ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষণ সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছি। আমাদের সীমিত সামর্থের মধ্যে আমরা সব সময় শিক্ষার্থী ও অভিভাবক সমাজের পাশে থেকেছি এবং আগামীতেও থাকার চেষ্টা করব।

Related posts

মাদ্রাসা ছাত্র ইউনিয়নের শিক্ষক সংবর্ধনা মেমারিতে

E Zero Point

মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

বিধানসভায় মঙ্গলকোটে তৃণমূলপ্রার্থী কি অপূর্ব চৌধুরী? 

E Zero Point

মতামত দিন