28/03/2024 : 3:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়ার রেশন দোকান গুলিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মুসুর ডাল দেওয়া শুরু হল

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডুয়াঃ আজ থেকে পান্ডুয়া ব্লকের অন্তর্গত সমস্ত রেশন দোকানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অন্তর্গত ১ কেজি করে মসুর ডাল বিনামূল্যে বিতরণ শুরু হলো। সরকারি নির্দেশ অনুযায়ী AAY, PHH, SPHH এই সকল শ্রেণীর রেশন কার্ড গ্রহীতা গন যদি সরকারি ভাবে পরিবার ভাগ না হয়ে থাকে, সে ক্ষেত্রে পরিবারের সব কার্ড একত্রে এনে সরকারি নির্দেশ অনুযায়ী এক কেজি মসুর ডাল সংগ্রহ করতে পারবেন।

প্রসঙ্গগত উল্লেখ্য কোভিড -১৯ সংক্রমনের ফলে সারা বিশ্বের মতো ভারতেও লকডাউন চলছে। এই পরিস্থিতিতে সরকারিভাবে পরিবারপিছু চাল আটা ও ডাল দেওয়ার ঘোষণা হয় রেশন এর মাধ্যমে। লকডাউন শুরু হওয়ার প্রায় দুমাস পর সাধারণ জনগণের হাতে মুসুর ডাল পৌঁছলো।

 

Related posts

দক্ষিণ ২৪ পরগনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ জন

E Zero Point

একুশের লক্ষ্যে মঙ্গলকোটে বিজেপির তৎপরতা বাড়ছে

E Zero Point

জেনে নিন বর্ধমানের খাদ্যমেলায় কে কোন পুরস্কার অর্জন করলো….

E Zero Point

মতামত দিন