05/12/2023 : 9:30 PM
আমার বাংলাপূর্ব বর্ধমানবর্ধমান

ভারতে ছাত্র যুব ফেডারেশনের বিক্ষোভ কর্মসূচী বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ আজ ভারতে ছাত্র যুব ফেডারেশন পঞ্চিমবঙ্গ রাজ‍্য কমিটির পক্ষ থেকে মোট ১৩ দফা দাবি নিয়ে বর্ধমানের প্রানকেন্দ্র কার্জনগেটে অবস্থান বিক্ষোভ করা হয় সারা পঞ্চিমবঙ্গ জুড়ে। সংগঠনের সম্পাদক অর্নিবান রায় চৌধুরী জানান যে, বিদ্যালয় খোলা হলে প্রতিটি ছাত্র ছাত্রীদের মাস্ক এবং স‍্যানিটাইজার দিতে হবে। লকডাউনের পরিস্থিতিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে দাবি রাখা হয়েছে যে সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া যাবে না এবং অনলাইন পড়াশোনার মাধ‍্যমে সিলেবাস শেষ করতে হবে।  তার পাশাপাশি অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে রাজ‍্য সরকার ও কেন্দ্র সরকার প্রযুক্তির মাধ‍্যমে যাতে ছাত্র ছাত্রীদের কাছে অনলাইন শিক্ষা পৌঁছে দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। দেশে নিম্নবিত্ত কিছু ছাত্র ছাত্রী আছে যাদের অনলাইনে পড়াশোনা করার মত সুযোগ সুবিধা নেই তাদের কথা ভাবতে হবে। এছাড়াও লকডাউনের সময় প্রচুর সাধারন মানুষ গৃহবন্দী অবস্থায় বাড়িতে ছিলেন তাদের ছাত্রছাত্রীদের ফিস দেওয়ার মত সামর্থ নেই, তাদের ফি মকুব করতে হবে । এই রকম বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আজ বিক্ষোভ সমাবেশ করলেন ভারতে ছাত্র যুব ফেডারেশন।

Related posts

প্রেমের সম্পর্কে ধোঁকা দেওযায় আত্মঘাতী প্রেমিকা

E Zero Point

বিভিন্ন কেসের ধারায় মেমারি থানা ৪ আসামীকে বর্ধমান আদালতে পাঠালো

E Zero Point

ভ্যাকসিন কেন্দ্রে হঠাৎ পরিদর্শনে বিধায়ক

E Zero Point

মতামত দিন