29/03/2024 : 4:32 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

লাল ঝাণ্ডায় ফেরা শুরু পূর্বস্থলীতে

আলেক শেখ, কালনা, ১৭  জুনঃ নিজেদের জীবন জীবিকার অভিজ্ঞতা থেকে পরিযায়ী শ্রমিকরা বুঝেছেন–“ফেরাতে হলে হাল, ফিরুক আবার লাল..”|    তাই বুধবার   পূর্বস্থলী উত্তর বিধানসভার কেন্দ্রের  দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তফসিলি জাতি অধ্যুষিত গাগড়া গ্রামের ৬৭ জন গ্রামবাসী লাল ঝান্ডা হাতে তুলে নিলেন।  যার মধ্যে পরিযায়ী শ্রমিকের সাথে সাধারণ গ্রামবাসীরাও আছেন। এই বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক প্রদীপ কুমার সাহা সেখানে  উপস্থিত হয়ে তাঁদের হাতে লাল ঝান্ডা তুলে দেন। এই ৬৭ জন পরিযায়ী শ্রমিক সহ তাদের পরিবার তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করলেন।  বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা বলেন– মানুষকে আর বোঝানোর প্রয়োজন নেই।  তাঁরা স্বতঃস্ফূর্ত ভাবেই লালঝান্ডা হাতে তুলে নিচ্ছেন। মানুষের এই স্রোত কোন মিডিয়ার সমীক্ষা দিয়ে আটকানো যাবে  না। আগামী শুক্রবার একটি গ্রামের মানুষ গাঁ উজাড় করে লালঝান্ডা হাতে তুলে নেবেন। সেই গ্রামের নাম আজ আর বলছি না।

Related posts

তৃণমূল কংগ্রেস প্রার্থীর মহা মিছিল

E Zero Point

প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক

E Zero Point

রাজ্য মৎস্যজীবি সমিতির সম্মেলন মেমারিতে

E Zero Point

মতামত দিন