29/11/2023 : 5:22 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

বসিরহাটে আমফানে বিপর্যস্ত মৎস্যজীবী পরিবারের পাশে এ বি টি এ

স্টাফ রিপোর্টারঃ লকডাউন এবং আম্ফানে বিপর্যস্ত বসিরহাট মহকুমার টাকী পৌরসভার সৈয়দপুরে শতাধিক মৎস্যজীবী পরিবারের মধ্যে ত্রাণ বিলি করলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বনগাঁ মহকুমা শাখা। লকডাউন এর মাঝেই বিধ্বংসী ঘূর্ণি ঝড়ের সব হারিয়েছে এলাকার নিরন্ন সাধারণ মৎস্যজীবী পরিবারগুলি। এদের অধিকাংশের জীবিকার মূল উপায় হচ্ছে নৌকোয় করে মাছ ধরা।আমতা নেতাদের নৌকো গুলো সব তছনছ হয়ে গেছে।অথচ প্রশাসনিক ভাবে কোন সাহায্য এখন অব্দি তাদের কাছে পৌঁছয়নি। তীব্র হতাশা এবং ক্ষোভে ফুটছে এলাকার মানুষ।এদের পাশে এসে দাঁড়ালেন শতাব্দীপ্রাচীন শিক্ষক সংগঠন এ বি টি এ। আজ ত্রাণ বিতরণ কেন্দ্রে উপস্থিত বিপন্ন মানুষের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে বক্তব্য রাখেন এ বি টি এ, বনগাঁ মহকুমা শাখার সভাপতি অশোক পাল এবং সহ-সম্পাদক পীযূষ সাহা।উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা শাখার সম্পাদক প্রদীপ সরকার, নেতৃত্ব মহুয়া রায়চৌধুরী,কল্যাণ কুমার বৈরাগী, গোষ্ঠ বিহারী বৈরাগী।হাসনাবাদ শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন চকপাটলি হাইস্কুলের প্রধান শিক্ষক তথা এবিটিএ জেলা নেতৃত্ব বিজয় কৃষ্ণ দাস।এছাড়া উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা শাখার সম্পাদক রঞ্জিত মুখার্জি, নেতৃত্ব আব্দুল জলিল,সঞ্জয় চক্রবর্তী,দেবাশিস দাস প্রমুখ।

Related posts

পূর্ব বর্ধমানের গাংপুরে রক্তদান শিবির

E Zero Point

ভিনরাজ্য থেকে আগত বিমানযাত্রীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক বাংলায়

E Zero Point

আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা স্যার রাসবিহারী বসুর জন্মবার্ষিকী উদযাপন

E Zero Point

মতামত দিন