28/04/2024 : 2:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমানমেমারি

অবৈধভাবে বালি তোলায় ৪ বালি মাফিয়া আটক মেমারিতে

নূর আহামেদঃ আজ মেমারি পাল্লারোডের সাড়ে ৭ নম্বর ঘাটের পাড়ের খুব কাছ থেকে অবৈধ ভাবে বালি তোলার খবর পেয়ে মেমারি থানার পুলিশ অভিযান চালায়। মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর নেতৃত্বে উক্ত অভিযানে ৪ জন বালি মাফিয়াকে আটক করা হয়। এছাড়াও ৫ টি মোটরসাইকেল, ১ টি জেসিবি মেশিন ও ১ ট্রাক্টর উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসা হয়।

সংবাদসূত্রে জানা যায় যে, সাড়ে ৭ নম্বর ঘাটের পাড়ের খুব কাছে জেসিবি মেশিন দিয়ে বালি মাফিয়ারা অবৈধ ভাবে খনন করছিল।


পাল্লারোডের স্থানীয়বাসীদের অভিযোগ রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কড়া নির্দেশ ও নিয়ম থাকা সত্বেও অবৈধ ভাবে বালি তোলার কাজ এই এলাকায় প্রায়ই চলতে থাকে। পাড়ের খুব কাছ থেকে এই ভাবে বালি তোলা নদীর ধারে বাঁধ আসন্ন বর্ষায় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। বালি মাফিয়াদের বার বার বলা স্বত্বেও তারা গ্রামবাসীদের কথার কর্ণপাত করেন না এবং দাপটের সাথে বালি তুলতে থাকে। তাই আজকের এই পুলিশি অভিযানে পাল্লারোডের গ্রামবাসীরা খুব খুশি হয়েছেন।

Related posts

রাস্তা মেরামতের নাম নেই, তাই গলসী গ্রামের মানুষ ক্ষুব্ধ

E Zero Point

বর্ধমান জেলা প্রেস ক্লাবের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা গলসিতে

E Zero Point

করোনা আক্রান্ত হলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

E Zero Point

মতামত দিন