25/04/2024 : 10:40 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

UFO ও ভিনগ্রহীরা: কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪২ (সপ্তম সপ্তাহ)


কুইজের খোঁজ খবরঃ ৪২

আজ World UFO Day। ১৯৪৭ সালে Roswell-এ UFO সংক্রান্ত একটি দুর্ঘটনা ঘটে, তার স্মৃতিতে এই দিনটি পালন করা হয়। দেশী-বিদেশী সাহিত্য, কার্টুন ও চলচ্চিত্রেও UFO ও ভিনগ্রহীদের আনাগোনা রয়েছে। তেমনই কয়েকটির খোঁজখবর থাকল আজ।

আজকের বিষয়ঃ UFO ও ভিনগ্রহীরা

১। প্রেমেন্দ্র মিত্রর ‘ঘনাদা’-কাহিনীর কোন গল্পে UFO-র উল্লেখ আছে?
– লাট্টু

২। ‘প্রোফেসর শঙ্কু ও ইউ.এফ.ও.’ গল্পে UFOটি কোন নক্ষত্রের একটি গ্রহ থেকে এসেছিল?
– আলফা সেনটরি

৩। প্রোফেসর শঙ্কু কাহিনীর প্রথম গল্প ‘ব্যোমযাত্রীর ডায়রী’-তে টাফা গ্রহের অধিবাসীদের চেহারা অনেকটা কিসের মত?
– অতিকায় পিঁপড়ে

৪। কোন হিন্দি চলচ্চিত্রে ‘জাদু’ নামে এলিয়েনটিকে প্রথমবার দেখা যায়?
– কোঈ মিল গ্যয়া

৫। সুপারম্যান কোন গ্রহ থেকে এসেছিলেন?
– ক্রিপটন

৬। চাচা চৌধুরী কার্টুন সিরিজে অতিকায় চেহারার সাবু কোন গ্রহ থেকে এসেছিল?
– জুপিটার

৭। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত কল্পবিজ্ঞানমূলক আমেরিকান চলচ্চিত্র ‘E. T. the Extraterrestrial ‘-এর পরিচালক কে?
– Steven Spielberg

৮। ‘অ্যাভেঞ্জারস’ সিরিজের খলনায়ক Thanos-এর জন্ম কোথায়?
– শনির উপগ্রহ টাইটানে

৯। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘Aliens’ ছবিটির পরিচালক কে?
– জেমস ক্যামেরন

১০। ‘Men in Black’ নামে নির্মিত আমেরিকান কল্পবিজ্ঞানমূলক চলচ্চিত্রগুলি ‘The Men in Black’ কমিক বুক সিরিজের কাহিনীর ওপর আধারিত। কমিক বুক সিরিজটির লেখক কে?
– Lowell Cunningham


পাঠকের জন্য প্রশ্নঃ


UFO -র পুরো কথা কি?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition.


কুইজ প্রতিযোগিতা-৪১- উত্তর


প্রশ্নঃ লঙ্কারাজ রাবণের ভাই ইন্দ্রজিৎ বা মেঘনাদের তীরের আঘাতে জ্ঞান হারানোর পর লক্ষ্মণকে চিকিৎসা করেন কে?
উত্তরঃ – লঙ্কার রাজবৈদ্য সুষেণ

সঠিক উত্তরদাতা




সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)


 

 

Related posts

প্রয়াস মেধা অনুসন্ধান পরীক্ষার ফল প্রকাশঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-১

E Zero Point

জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতাঃ সাপ্তাহিক বিজয়ী মুস্তাক মুর্শেদ

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

মতামত দিন