25/04/2024 : 10:28 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

১০০ দিনের কাজের আত্মসাৎ করা টাকা ফেরতের মুচলেকা বুথ সভাপতি ও সুপারভাইজারের

আলেক শেখ, কালনাঃ  ১০০ দিনের প্রকল্পে  আত্মসাৎ করা টাকা ফেরতের মুচলেকা দিলেন তৃণমূলের বুথ সভাপতি ও সহ দুই জন সুপার ভাইজার।  ঘটনাটি ঘটে শনিবার কালনা-২ পঞ্চায়েত সমিতির অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামে।  এদিন মুচলেক  দেন এই গ্রামের তৃণমূলের বুথ সভাপতি আব্দুল মালেক শেখ, দুই সুপার ভাইজার স্বপন বারিক ও রবীন্দ্রনাথ   কোড়া।  রেগা প্রকল্পের  ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে গ্রামবাসীরা জানতে পারেন ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে।   বুথ সভাপতি আব্দুল মালেক শেখ ও তাঁর স্ত্রী মেহেরুন্নেসা বেগম  কোন কাজ না করেই  মজুরি  নিয়েছেন। ২০১৮ সালে ১০৭ জন এবং ২০১৯ সালে ২৪ জন শ্রমিকের  কাজের মজুরী বাবদ  মোট   ২৩ হাজার ৮৪৮ টাকা আত্মস্মাৎ করেছেন।  গ্রামবাসীরা আরো জানতে পারেন– বুথ সভাপতি ও সুপারভাইজারের যোগসাজসে স্বপন বারিকের  স্ত্রী ফুলেশ্বরী বারিক ও ছেলে জয়ন্ত বারিকের  নাম মাস্টার রোলে  ঢোকানো হয়।  ২০১৬ সাল থেকে ২০২০ পর্যন্ত ৩৯৩  জন শ্রমিকের কাজের মজুরী বাবদ মোট ৬৯ হাজার ৫ টাকা আত্মস্মাৎ  করা হয়।  অথচ তাঁরা কোন দিন কাজই করেনি।

এই তথ্য জানার পর— কুতুবপুর গ্রামের বাসিন্দা ও ১০০ দিনের কাজের মুজুররা কৃষকসভার নেতৃত্বের সাথে যোগাযোগ করেন। শনিবার লাল ঝান্ডা নিয়ে তারা দুই সুপার ভাইজারকে ধরে  তাদের কু-কীর্তির কথা জানতে চান।  পালানোর কোন উপায় না দেখে  সুপার ভাইজার  স্বপন বারিক,  রবীন্দ্রনাথ কোড়া সব দোষ  স্বীকার করে নেন। তাদের সব দোষ  কাগজে লিখে আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার কথা বলে স্বাক্ষর করেন ।  একই ভাবে তৃণমূল কগ্রেসের বুথ সভাপতি সরকারি টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করে নেন। ওই টাকা চলতি মাসের ১০ তারিখের মধ্যে ফেরত দেওয়ার অঙ্গীকার করে মুচলেকা লিখে দেন।  এই সব যখন চলছে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়।  কিন্তু গ্রামবাসীদের মেজাজ দেখে পুলিশ কিছুক্ষন পরেই গ্রাম ছেড়ে চলে যায়। তারপরই  স্বতস্ফূর্তভাবে জেগে ওঠা লালঝান্ডার মিছিল  সারা গ্রাম পরিক্রমা করে।

Related posts

নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের

E Zero Point

করোনার স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুললো মেমারি সাতগেছিয়ায়

E Zero Point

নদী তীর এলাকা পরিদর্শন বর্ধমানের জামালপুরে

E Zero Point

মতামত দিন