26/04/2024 : 9:20 PM
বিদেশ

কাশ্মীরের দুঃখ ভুলতে পারছে না পাকিস্তান, ফের চিনের সঙ্গে আলোচনা

সংবাদসংস্থা, ইসলামাবাদ : ২০১৯ সালের ৫ই অগাষ্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার শোক কিছুতেই ভুলতে পারছে না পাকিস্তান। ফলে বারবারই তাদের একাধিক দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে কাশ্মীর প্রসঙ্গ। শুক্রবারও বড় দাদা চিনের কাছে এই বিষয়ে দুঃখপ্রকাশ করল ইসলামাবাদ। শুক্রবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং উইয়ির সঙ্গে দীর্ঘক্ষণ টেলিফোনে কথা বলেন পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। মূলত কাশ্মীর নিয়েই আলোচনা হয় দুদেশের মধ্যে। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যেই এই কথোপকথন বলে সূত্রের খবর। পাশাপাশি, আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়ে বলে জানা গিয়েছে। ভারত নাকি সীমান্তে যুদ্ধের মনোভাব নিয়ে রয়েছে, বিনা প্ররোচনায় হামলা চালাচ্ছে, চিনের বিদেশমন্ত্রীর কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন কুরেশি। ভারতের এই মনোভাব উপত্যকায় অশান্তি ছড়াচ্ছে বলেও এদিন জানিয়েছেন তিনি। পাক বিদেশমন্ত্রী বলেন কাশ্মীর উপত্যকার স্থিতাবস্থা দিন দিন খারাপ হচ্ছে। অবনতি হচ্ছে পরিস্থিতির। পাকিস্তান এই বিষয়ে বেশ চিন্তিত বলেও জানিয়েছেন কুরেশি। এদিকে, ভারতের বিদেশমন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে পাক সেনার উস্কানিতেই হামলা চলছে সীমান্তে। পাকিস্তান জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর জন্য একাধিকবার ও লাগাতার হামলা চালাচ্ছে। ভারত একাধিকবার পাকিস্তান ২০০৩ সালের সংঘর্ষবিরতি চুক্তি মনে করিয়ে স্থিতাবস্থা বজায় রাখার আবেদন করেছে। কিন্তু কোনও লাভ হয়নি। এদিকে, পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করছে, তা প্রশংসনীয় বলে জানিয়েছে চিন। করাচি হামলার প্রেক্ষিতে এদিন চিনা বিদেশমন্ত্রী এই মন্তব্য করেন।

Related posts

সম্মেলনে মাস্ক পরা বাধ্যতামূলক কিন্তু মাস্ক পড়েননি ট্রাম্পঃ রিপাবলিকানদের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ট্রাম্প

E Zero Point

এ কী করছে চিন! এবার রাশিয়ার শহর নিজের বলে দাবি করল বেজিং

E Zero Point

বিশ্বজুড়ে কমছে বন্যপ্রাণীর সংখ্যা

E Zero Point

মতামত দিন