24/04/2024 : 12:38 AM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা-১

আজ থেকে শুরু হচ্ছে রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা। আমাদের সাপ্তাহিক কুইজের খোঁজ খবর থেকে ১০ টি প্রশ্ন এখানে করা হবে।


১) শনির উপগ্রহ টাইটানে কোন খলনায়কের জন্ম ?
২) ডঃ সন্দীপ মুখার্জী কত সালে বিধানচন্দ্র রায় পুরস্কার পেয়েছিলেন?
৩) সূর্যের রথের সারথি কে?
৪) হ্যারির পোষ্য প্যাঁচার নাম কি?
৫) ভারতের Modern Statistics-এর জনক কাকে বলা হয়?
৬) মদ্ররাজ শল্য কার রথের সারথি ছিলেন?
৭)  National Doctors’ Day কবে পালিত হয়?
৮) The Daily Prophet সংবাদপত্র কি জন্য বিখ্যাত?
৯) কত সালে প্রশান্ত চন্দ্র মহলানবীশ Indian Science Congress-এ সভাপতিত্ব করেন?
১০) ক্রিপটন গ্রহ থেকে কে এসেছিলেন?


রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতার নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম পাঁচ জনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতি রবিবার প্রথম ৫ জনের সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি মাসে(৪ সপ্তাহ) সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) প্রতিদিন দুপুর ১২টায় রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা প্রকাশ করা হবে।
আপনার উত্তর বৈকাল ৫ টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition.

Related posts

থাইরয়েডে থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায়

E Zero Point

ভারতের অভয়ারণ্য (পর্ব-১) :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৪ (চর্তুথ সপ্তাহ)

E Zero Point

National Doctors’ Day: কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪১ (সপ্তম সপ্তাহ)

E Zero Point

মতামত দিন