24/05/2024 : 10:53 AM
ই-জিরো পয়েন্টইভেন্ট

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – পঞ্চম ও শেষ পর্ব

কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন উপলক্ষ্যে গত ২৫ মে থেকে জিরো পয়েন্ট-এর উদ্যোগে পালিত হচ্ছে, “অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল”। মাটির কবি, সম্প্রীতির কবির সৃষ্টি নিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আজ পঞ্চম ও শেষ পর্ব প্রকাশ করা হলো। সকলের ভিডিও দেখুন, মন্তব্য করুন ও অবশ্যই শেয়ার করুন আপনার টাইমলাইনে। আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানায়।
কভার পেজ চিত্রাঙ্কনঃ দেবাশীষ ব্যানার্জী

৪৮) ধ্রুপদী, সুরত, গুজরাত – প্রবাসী বাঙালিদের একটি মহিলা পরিচালিত সংস্থা। যারা প্রতি পূর্ণিমায় বিভিন্ন বিষয়ের উপর সংস্থার সদস্যাদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান করে থাকে। এছাড়াও বছরের বিভিন্ন সময় অসহায় মানুষদের জন্য সেবামূলক কাজ করে।

৪৯) অসীমা সরকার, কলকাতা

৫০) রাহী বসাক, সুরত, গুজরাত

৫১) অদ্রিজা প্রামানিক, দক্ষিনেশ্বর, কলকাতা

৫২) আফরিন আবৃত্তি আলি ও মাহিসা মালিহা, সুরত, গুজরাত

৫৩) চম্পা চক্রবর্তী, নৈহাটী

৫৪) লিপি ঘোষ হালদার, কলকাতা

৫৫) বসুশ্রী মুখার্জী, সুরত, গুজরাত

৫৬) সম্প্রীতি চ্যাটার্জী, মেমারি পূর্ব বর্ধমান

৫৭) সুদেষ্ণা ব্যানার্জী, মেমারি, পূর্ব বর্ধমান

৫৮) সান্ত্বনা ব্যানার্জী. বৈঞ্চিগ্রাম. হুগলী.

৫৯) আঞ্জু মনোয়ারা আনসারী, মেমারি, পূর্ব বর্ধমান

৬০) দিলীপ সাঁতরা, সিঙ্গুর, হুগলী

যেসমস্ত দর্শক গতকালের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্ব দেখতে পাননি তাদের জন্য নীচের লিঙ্ক দেওয়া হল

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – প্রথম পর্ব

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – দ্বিতীয় পর্ব

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – তৃতীয় পর্ব

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – চতুর্থ পর্ব

আজ পঞ্চম পর্বের মাধ্যমে শেষ হল আমাদের অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল ।

আগামীতে আমরা আবার ফিরে আসবো এই ধরনের অনুষ্ঠান নিয়ে


আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানায়।
ভিডিওটি আপনার ফেসবুক/ওয়াটসঅ্যাপে শেয়ার করুন।
সংবাদ, সাহিত্য, সংস্কৃতির আপডেট পেতে চোখরাখুন
আমাদের ওয়েবসাইটে www.ezeropoint.net এবং
লাইক করুন আমাদের ফেসবুক পেজঃ ZEROPOINT PUBLICATION।
সকলে ভালো থাকুন ও অবশ্যই সচেতন থাকুন।
-সম্পাদক, জিরো পয়েন্ট।

Related posts

মার্চ মাসের জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার প্রতিযোগিতা

E Zero Point

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

মতামত দিন