আলেক শেখ, কালনা, ২৯ মে ২০২০ : নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির দৃষ্ট আকর্ষণে বর্ধিত মূল্যেই স্কুলগুলিকে আলু কেনার নির্দ্দেশ দিলেন জেলা স্কুল পরিদর্শক। এতে আলু নিয়ে সরকার নির্ধারিত মূল্য ও বাজার দর নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান হল বলে শিক্ষক নেতা রাধেশ্যম দাস মনে করেন । স্কুলের ছাত্র-ছাত্রীদের তৃতীয় পর্যায়ের চাল ও আলু বিতরনের জন্য সরকারি নির্দেশ এসে গেছে। তাতে সরকার প্রদেয় আলুর দাম বাজার মূল্যের থেকে অনেকটাই কম। সরকারি নির্দ্দেশ ১৮ টাকা কেজি দরে আলু কেনার কথা বলা হয়েছে । কিন্তু বাজারে ২২ টাকার কমে আলু মিলছে না। এই অবস্থায় নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অভিজিৎ ভঞ্জ বৃহস্পতিবার জেলা বিদ্যালয় পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। এব্যাপারে ডিপিও এবং এডিএমের সঙ্গে কথা বলে জেলা পরিদর্শক জানান– বিষয়টি আমরাও উপলব্ধি করেছি । বর্ধিত মূল্যেই অর্থাৎ ২২ টাকা দরেই আলু কেনার জন্য সরকারি নির্দেশিকা জারি করা হবে।