06/10/2024 : 8:21 PM
আমার বাংলা

সংস্কার করা হবে মেমারি ডাকবাংলো, পরিদর্শনে জেলা পরিষদের কর্মকর্তারা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৯ জুন ২০২৪ :


মেমারিতে সরকারি বাংলো পরিদর্শনে জেলাপরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি সহ কর্মাধ‍্যক্ষগন। বুধবার পূর্ব বর্ধমানের মেমারির ডাক বাংলো এলাকায় জেলা পরিষদের সরকারি বাংলো পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ-সভাধিপতি গার্গী নাহা সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষ গণেরা।

মেমারি তারকেশ্বর রোডের পাশে দীর্ঘদিনের সরকারি বাংলো ও বাংলো সংলগ্ন আগাছা ভর্তি বিস্তীর্ণ জায়গা ফাঁকা পড়ে রয়েছে। এবার সেই ফাঁকা, পড়ে থাকা বিস্তীর্ণ জায়গায় শিশু উদ্যান থেকে শুরু করে বিনোদন পার্ক এবং অনুষ্ঠান হল বা বাড়ি নির্মাণের চিন্তা ভাবনা নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ।

পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য এদিন পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে পরিদর্শন করা হয় এই ডাক বাংলো। পরিদর্শনের পর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করার পর জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার।

মেমারি বাসির জন্য এখানে যেমন বিনোদন পার্ক থেকে শুরু করে শিশু উদ্যান এবং অনুষ্ঠান বাড়ি নির্মাণের চিন্তাভাবনা নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ তা খুব দ্রুতই বাস্তবায়িত হতে চলেছে। জিরো পয়েন্টের প্রতিনিধি কে এমনটাই জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী।

 

 

 

Related posts

গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে রক্তদান শিবির মেমারিতে

E Zero Point

আবাস যোজনায় দুর্নীতি রাজ্য সড়ক অবরোধ

E Zero Point

যুব সমাজকে ঘরে ফেরার ডাক মঙ্গলকোট তৃণমূল ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর

E Zero Point

মতামত দিন