29/03/2024 : 6:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মাধ্যমিকে ভালো ফল করা সবজি বিক্রেতার ছেলের সাফল্যে গর্বিত মেমারির পাল্লারোডবাসী

সত্যনারায়ন শিকদাদ, মেমারি, ১৯ জুলাইঃ


সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর তাতেই ৬৫৪ নম্বর পেয়ে বাজিমাৎ করে দিয়েছে মেমারি-১ ব্লকের সবজি বিক্রেতা পরিবারের ছেলে রাজ বালা | এমন খবর জানতে পেরে রাজকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে হাজির হন বিশিষ্ট সমাজসেবী তথা সন্তোষ কুমার রায়, গৌতম বল সহ বেশ কিছু এলাকার মানুষ | রাজ ও তার বাবা-মাকে ফুলের মালা ফুলের স্তবক দিয়ে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে আরো বেশি সাফল্য কামনা করেন”|
দিন আনা- দিন খাওয়া পরিবারে কোনও রকমে সংসার চলে |
পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পাল্লারোডের চাচাই গ্রামের সবজি বিক্রেতা রবীন বালার কথায় জানা গেল, তার সীমিত আয়ের এতদিন সে সংসার ও ছেলের পড়াশুনা চালিয়ে গেছেন কিন্তু আগামীতে উচ্চশিক্ষার জন্য কি ভাবে ছেলের পড়াশোনা করাবেন সেই নিয়ে দুঃশ্চিন্তায় আছেন সর্দার পরিবার | তাই সরকার কিংবা কোন সহয়তায় ব্যক্তি যদি এগিয়ে আসেন তবে আগামী দিনে তার ছেলের লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হবে।

Related posts

কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সুব্রত হালদার গ্রেপ্তার কালনায়

E Zero Point

এসএফআই কান্দি মহুকুমা কমিটির পক্ষ থেকে পথসভা

E Zero Point

পুজোর সময় নিয়ম মেনে গাড়ি চালান, সচেতনতা অভিযান বর্ধমানে

E Zero Point

মতামত দিন