28/03/2024 : 10:21 PM
আমার বাংলাজীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

রমজান সম্পর্কে মৌলানা ওয়াহিদুদ্দিন খানের বার্তা

জিরো পয়েন্ট বিশেষ প্রতিবেদন, সুরজ মন্ডল, ৬ এপ্রিল ২০২২:


রমজানের সময় মানুষজন অতিরিক্ত পানাহারে লিপ্ত থাকে। প্রচুর পরিমাণে সুস্বাদু খাবার পরিবেশিত হয়। আজকাল মানুষের ঝোঁক হল অধিক উপার্জন করা এবং অত্যাধিক খাওয়া। এখন এটাই ভাবনাচিন্তা এবং সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।যখন রমজান মাস আসে, তখনও এই অত্যাধিক খাওয়া দাওয়া চলতে থাকে।

রমজানের লক্ষ্য হলো সাধারণ জীবনযাপনে অনুপ্রাণিত করে বস্তু থেকে মুক্ত হয়ে অধিক সময় ঈশ্বরের সঙ্গে যোগসূত্র স্থাপন করা।যদি এই ধরণের জীবনযাত্রা সারা বছর অনুসরণ করতে পারেন, তবেই আপনি প্রকৃত পক্ষে রমজানের রোজা পালন করবেন।

মৌলানা ওয়াহিদুদ্দিন খান( রহঃ), জন্ম ১জানুয়ারি ১৯২৫ , আজমগড় উত্তরপ্রদেশ। তিনি ছিলেন সমগ্র ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ইসলামিক স্কলার এবং চিন্তাবিদ। তাঁর মতাদর্শ ছিল উদারপন্থী । তিনি ছিলেন ইন্টার ফেইথের অগ্রগামী পথপ্রদর্শক।বহু পুস্তকের লেখক।

পবিত্র কুরআনের ইংরেজি ভাষ্য এবং সমসাময়িক আলোচনার জন্য তিনি পরিচিত। তাঁর মেধা এবং পাণ্ডিত্যের জন্য ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন। ২১ এপ্রিল ২০২১ সালে তিনি ইহজগত ত্যাগ করেন।

Related posts

অসুস্থ ভাইকে কিডনি দান দিদির

E Zero Point

পূর্বস্থলীর পাখিরালয়ে পর্যটকের আনাগোনা

E Zero Point

মালদা জেলার ৮ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন

E Zero Point

মতামত দিন