15/03/2025 : 11:06 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

বামেদের বেসরকারিকরনের প্রতিবাদ মন্তেশ্বরে

আলেক শেখ, কালনা, ২০  জুলাই:


রেল ও খনি বেসরকারিকরন,  পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি প্রতিবাদে এবং বেকার যুবকদের কর্মসংস্থান ও উপযুক্ত করোনার চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার দাবিতে সোমবার গর্জে উঠলো মন্তেশ্বরের যুবরা। ডিওয়াইএফআই-এর  মন্তেশ্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে রাইগ্রাম বাজারে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন– সংগঠনের রাজ্য কমিটির সদস্য হালিম শেখ, বরুণ দত্ত, প্রবীর কুমার দাস প্রমুখ। সভা পরিচালনা করেন– শান্তি মন্ডল।  বক্তারা  বলেন–  রেল বেসরকারিকরন করে গরিব মানুষের জীবিকা বন্ধ করে পুঁজিপতিদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে  বিপুল সংখ্যক মানুষের রুজি  রোজগারের পথ বন্ধ হয়ে যাবে।   পাশাপাশি রেল বেসরকারিকরন হলে সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপবে।  তাই রেল কোনভাবেই বেসরকারিকরন করা চলবে না।  করোনা আবহে মানুষের জীবন-জীবিকা চরম সংকটে। কাজ নেই রোজগার নেই। হাতে পয়সা না থাকায় সাধারণ মানুষ দিশাহারা। তার মধ্যেই পেট্রপণ্যের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। অথচ আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম একেবারে তলানিতে। দেশে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির কারন কেন্দ্রের সাথে রাজ্যও তাল মিলিয়ে বিপুল হারে কর আদায় করছে। বক্তারা আরো বলেন– যে কোন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ ও রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে।  কিন্তু প্রতিবাদের নামে মেরুকরণ কাম্য নয়। মানুষে মানুষে বিভাজন করা কোনভাবেই বরদাস্ত নয়। রাজ্য ও কেন্দ্র উভয় সরকারই মেরুকরণ করে ভোটের স্বার্থে রাজনীতি করছে।  তাই দুই সরকারের বিরুদ্ধেই মানুষকে সংগঠিত করে আন্দোলন জোরদার করতে হবে।

Related posts

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেবীপুর পঞ্চায়েতে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি।

E Zero Point

পোস্টমর্টেম কর্মীর হাত থেকে সংবর্ধনা নিলেন জয়ী প্রার্থী

E Zero Point

বাঘের আক্রমণের মুখ থেকে বেঁচে ফিরল ধীবর

E Zero Point

মতামত দিন