14/03/2025 : 7:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

রাজ্যের ২৫ হাজার নিধিরামরা আজো লড়াই করে যাচ্ছে

আলেক শেষ, পূর্বস্থলী, ২০  জুলাই:


ঢাল নেই, তরোয়াল নেই এ যেন এক একজন নিধিরাম সর্দ্দার। পশ্চিমবঙ্গে এই রকম নিধিরাম সর্দ্দারের সংখ্যা পঁচিশ হাজার। যদিও রাজ্য সরকারের দেওয়া এদের পোশাকি নাম ভিআরপি বাংলায় বলা হয় গ্রামীন সম্পদ কর্মী। এই করোনা আবহে সংকটজনক পরিস্থিতিতে সমস্ত মানুষ যখন ভয়ে ঘরবন্দি, সেই সময় সারা বাংলা জুড়ে এরা বাড়িতে বাড়িতে গিয়ে মহামারী করোনা ভাইরাস ও ডেঙ্গির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। এদের না আছে  ভয় ডর,  না আছে  কোন রকম সুরক্ষা ও জীবন বীমা।   যৎসামান্য ভাতায় তারা কর্তব্যপালনে অবিচল।

সেই ছবিই  সোমবার দেখা গেল পূর্বস্থলী-১ ব্লকের দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের কচুয়া গ্রামে।   সুপারভাইজার কৃপেশ বিশ্বাসের নেতৃত্বে গ্রামীন সম্পদ কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন।   তারা পতঙ্গ বাহিত রোগ ডেঙ্গু  ও নোভেল করোনা নিয়ে মানুষকে সচেতন করে তুলছেন।  সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচীর অঙ্গ হিসাবে বাড়িতে বাড়িতে পারিবারিক ডাইরি  বিতরণের করছেন।   এই রাজ্য ডেঙ্গু ও করোনামুক্ত না হওয়া পর্যন্ত ভি আর পি\ তথা গ্রামীন সম্পদ কর্মীদের এই লড়াই জরি থাকবে।  নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন  গ্রামীন সম্পদকর্মী জানান– আমাদের ন্যূনতম প্রাপ্যাটুকুও মিলছে না। এমনকি আমরা মহামারী কোভিড, ডেঙ্গুর মতো রোগের বিরুদ্ধে তৃণমূল স্তরে গিয়ে লড়াই করছি, তার স্বীকৃতিটুকু আজ আমাদের কাছে অধরা।

Related posts

শেকলবন্দি অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে হাসানুর হোসেন

E Zero Point

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহাত ৬

E Zero Point

এবার জেলার পুজো উদ্বোধনেও মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন