13/03/2025 : 7:15 PM
আমার দেশ

শাঁখা-পলা পরা নরম হাতে হাতুড়িঃ নারী দিবসে দক্ষ লেদ মিস্ত্রির সংগ্রাম

জিরো পয়েন্ট নিউজ – বিশেষ সংবাদদাতা, কালনা, ৮ মার্চ ২০২৫ :


সমাজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রিয়া ধারা আজকে একজন দক্ষ লেদ মিস্ত্রি। সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার হলেও কিছু কিছু ক্ষেত্রে সমাজের কিছু মানুষ এখনো মহিলাদের স্বাধীনতাকে মেনে নিতে পারে না। সমাজে কিছু মানুষ আছে মহিলারা ব্যতিক্রমী কোন কাজের সঙ্গে যুক্ত থাকলে এখনো নাক শীকায়, বাঁকা নজরে দেখে।  কয়েক বছর আগে সমাজের কিছু মানুষ রিয়া ধারাকে লেদে কাজ করতে দেখে কটুক্তি করেছিল। তুড়ি মেরে উড়িয়ে দেয় মানুষের কটুক্তিকে। সেই দিন রিয়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় সমাজকে। একদিন আমি লেদের দক্ষ মিস্ত্রি হয়ে দেখাবো।

আজ রিয়া ধারা একজন দক্ষ লেদ মিস্ত্রি তৈরি। শাঁখা পলা পরা, নরম হাতে মনের জোরে লোহার মতন কঠিন বস্তুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে কখনো সোজা করে ফেলছে, কখনোবা বেঁকিয়ে ফেলছে। এককথায় কঠিন লোহাকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে। ২৪ ঘন্টা লোহার সঙ্গে থাকতে থাকতে নিজের মন এবং জেদ কে লোহার মতন কঠিন করে ফেলেছে। লেদে সবার সঙ্গে পায়ে পা মিলিয়ে কাজ করে যাচ্ছে।

রিয়ার শিক্ষক মধুসূদন হালদার বলেন,  রিয়াকে কাজ শেখাতে পেরে খুব খুশি।এই লাইনে কোন মেয়েকে আমি দেখিনি এখনো পর্যন্ত কাজ করতে ও আমার প্রথম ছাত্রী। রিয়ার লেদের কাজ শেখার আগ্রহ অনেক।

রিয়া ধারা নিম্ন বৃত্ত পরিবারের বসবাস করে। রিয়া ধারার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনার জিউধারা। স্বামী রাজমিস্ত্রির কাজ করে।  ছ বছরের একটি পুত্র সন্তান আছে। রাজমিস্ত্রির কাজের সেরকম কোন রোজগার হয় না, রোজ কাজও থাকেনা তাই সংসারকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে কিছু অর্থের প্রয়োজন তাই লেদে কাজ করে রিয়া ধারার কিছুটা হলেও স্বাচ্ছন্দ ফিরেছে।

সকালবেলা উঠে রান্না করে স্কুলে বাচ্চাকে দিয়ে তারপর রিয়া লেদের কাজে যুক্ত হয়। মন দিয়ে একভাবে লেদে কাজ করতে থাকে, কখনো হাতুড়ি দিয়ে পিটিয়ে লোহাকে সোজা করে দিচ্ছে, আবার কখনো বিভিন্ন মেশিনে কাজ করে বিভিন্ন ধরনের পার্টস তৈরি করছে, আবার কখনো ঝাল দিচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত সমাজের বিরুদ্ধে রিয়া যুদ্ধ করে যাচ্ছে, সে প্রতিদিন প্রমাণ করে দিচ্ছে আমরা নারী আমরাও পারি।

Related posts

১০২ বছর বয়সে প্রয়াত রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষাঃ টুইটারে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

E Zero Point

তফশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পাশে প্রাক্তন রাষ্ট্রপতি ড: রামনাথ কোবিন্দ

E Zero Point

নতুন দিল্লীর এইমস-এর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন ডঃ হর্ষ বর্ধন

E Zero Point

মতামত দিন