জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৩ মার্চ ২০২৫ :
বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত শোভনা মোড় থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার ১ যুবক। মেমারি থানার পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম মুক্তার আহাম্মেদ আনসারী। বাড়ি কলকাতার কামারহাটিতে। ধবার গভীর রাতে মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, অস্ত্র সহ হাতে নাতে গ্রেপ্তার করে মুক্তার আনসারীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ রাউন্ড গুলি সহ একটি ওয়ান সাটার বন্দুক।
ধৃত যুবক জানায়, কলকাতা থেকে সে এই অস্ত্র নিয়ে আসে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা সাজিবুদ্দিন সেখকে অস্ত্র সরবরাহের জন্য। যদিও সংবাদমাধ্যমে তার দাবি তাঁকে ফাঁসানো হয়েছে। জানা যায় ধৃত যুবক মুক্তার আহাম্মেদ আনসারী কলকাতার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত।
মেমারি থানার পুলিশ সূত্রে জানা যায়, কলকাতার কামারহাটি থেকে একটি ক্যাব ভাড়া করে অস্ত্র নিয়ে মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিলো। সেইসময় মেমারি থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মেমারি শোভনা থেকে ৩ রাউন্ড গুলি ও একটি ওয়ান সাঁটার বন্দুক সহ ধৃত মুক্তার আহম্মেদ আনসারীকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার সকালে অস্ত্র আইনে মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়। এই অস্ত্র কারবারের সাথে আর কারা যুক্ত রয়েছে, তার খতিয়ে দেখতে অভিযুক্তকে পুলিশি হেফাজতের আবেদন জানাই মহামান্য বিচারকের কাছে। বিচারক ধৃত মুক্তার আহম্মেদ আনসারীকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জানা যায় ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার সাথে জড়িত দের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয় হবে।