29/03/2024 : 2:16 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

শেকলবন্দি অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে হাসানুর হোসেন

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১৮ অগাষ্ট ২০২১:


ছোটবেলা থেকেই শেকলবন্দী অবস্থায় মৃত্যুর প্রহর গুনে চলেছে, মেখলিগঞ্জ ব্লকের কুচুলিবাড়ির এলাকার বাসিন্দা আমিনুল হকের একমাত্র ছেলে হাসানুর হোসেন l ঘটনার বিবরণে জানা যায়, খুব ছোটবেলায় একবার টাইফয়েড জ্বর হয়েছিল হাসানুর হোসেনের তারপর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পরে সে l পরিবারের আর্থিক অনটনের কারণে ছেলের তেমন চিকিৎসা দিতে পারেনি পরিবার l হাসানুরের বাবা একজন ঠিকা শ্রমিক ভিনরাজ্যে কাজে গিয়ে অনেকবার চেষ্টা করেছেন একরত্তি ছেলেকে, সু চিকিৎসা দিয়ে ঠিক করবার, কিন্তু তার সমস্ত চেষ্টাই যেন বালির বাঁধের মতন ভেঙে পড়েছে l

কারণ একটাই পরিবারের আর্থিক অনটন l বাইরের রাজ্যে কাজে গিয়ে ছেলেরা চিকিৎসা করিয়েছেন l কিন্তু কিছুদিন সুস্থ থাকার পড় l ফের আগের মতন অবস্থা l মাঝখানে পা ভেঙে পুরোপুরি, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে হাসানুর l তারপর থেকেই শুরু হয় প্রতিবেশিদের বাড়িতে অত্যাচার, কখনো কখনো, সীমান্ত টপকে চলেযায় প্রীতিবেশী বাংলাদেশে, তাকে ফিরিয়ে আনতে বেশ বেগ পেতে হয় পরিবার টিকে l

তারপর থেকেই একরকম বাধ্যহয়ে পায়ে শেখোল বাঁধা অবস্থায় জীবন অতিবাহিত হচ্ছে মেখলিগঞ্জের, কুচুলীবাড়ি অঞ্চলের, হাসানুর হোসেনের l দীর্ঘ কয়েক দশকের শৃঙ্খল যুক্ত জীবন যেন এক প্রকার অভ্যাসে, পরিণত হয়েছে তার l

হাসানুরের বাবাও চান, ছেলে শৃঙ্খল মুক্ত জীবন উপভোগ করুক l কিন্তু উপায় নেই, সরকারি সহযোগিতা হলে হয়তো সম্ভব l

কিন্তু নেতাদের কি আর চোখ আছে এ ব্যাপারে মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার জানান, তিনি ব্যক্তিগত ভাবে এই বিষয়ে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে কথা বলেছেন, হাসানুর এর পরিবারের লোকেরা রাজি থাকলে, তুফানগঞ্জ একটি মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হবে তার l

Related posts

ভালোবাসার দিনে পথবাসীদের পাশে শিক্ষক

E Zero Point

করোনার জন্য হাসপাতালগুলোতে দেশব্যাপী মক ড্রিল চলছে

E Zero Point

মেমারি বি.ডি.ও এবং পৌরসভা চত্বরে প্রয়াসের বৃক্ষরোপন

E Zero Point

মতামত দিন