15/04/2024 : 8:17 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সাঁওতাল সম্প্রদায়ের নিজেদের অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে জনসভা

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ২ অক্টোবর,  ২০২০:


কালনা ১ নম্বর ব্লকের সহজপুর উপস্বাস্থ্য কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হলো ভারত জাকাত মাঝি পারগানা মহল এর সভা।
ধীরে ধীরে সাঁওতাল সম্প্রদায় বিলুপ্তির পথে তাই তাদের সমাজকে টিকিয়ে রাখতে এবং তাদের যে ন্যায্য পাওনা সেটা তাদের ফিরিয়ে পাওয়ার আশায় সকল সাঁওতাল আদিবাসীদের সচেতন করতে অনুষ্ঠিত হলো এই সভা।

সংগীত এবং সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ কে ব্যাজ পরিয়ে সম্বর্ধনা এর মাধ্যমে এই দিনের সভা শুরু হয়। সরকার আসে আর যায় কিন্তু কেউ তাদের কথা ভাবে না তাই নিজেদের সমাজ এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং তাদের ন্যায্য পাওনা পাওয়ার লক্ষ্যে তারা পঞ্চায়েত কে ১৪ দফা দাবি তারা জমা দেয় এবং সকল মানুষকে ভারতবর্ষের সংবিধানের সকল অধিকার কে কিভাবে পাওয়া যায় সে বিষয়ে সজাগ এবং সচেতন করতে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর রাজ্য কমিটির সভাপতি রাজেন্দ্র মুর্মু ও এম সরেন এছাড়া কালনা কাটোয়া সাব ডিভিশন সভাপতি বিজয় চন্দ্র সরেন ।


এদিনের সভায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর-দক্ষিণের বিশিষ্ট সমাজ সেবিকা ও সংগীত শিল্পী সংঘমিত্রা হাঁসদা ও কালনা ১ এর জাকাত মাঝি পারগানা মহল এর সভাপতি সর্বেশ্বর সরেন ও গণেশ সরেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related posts

পুকুরে জাল ফেলে টাকা উদ্ধার মেমারিতে

E Zero Point

রমজান মাসে বস্ত্র বিতরণ জামালপুরে

E Zero Point

পূর্ব বর্ধমানে গত ২৪ ঘন্টায় সর্বকালীন রেকর্ড ৬০০ জন করোনা আক্রান্ত, শুধু বর্ধমানে ১৮২ জন

E Zero Point

মতামত দিন