14/03/2025 : 10:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি রাধাকান্তপুরের নাবালিকাকে কিডন‍্যাপ, গ্রেপ্তার ১

নূর আহামেদ, মেমারি, ২১ জুলাই:


মেমারি থানার রাধাকান্তপুরের এক নাবালিকাকে কিডন‍্যাপ করার অভিযোগে ৩৬৩/৩৬৫ কেসের ধারায় সনাতন মালিককে গ্রেফতার করে আজ বর্ধমান আদালতে হাজির করা হয় । সনাতন মালিকের ভাই সুমন্ত মালিক একটি নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে । সুমন্ত মালিককে না পেয়ে দাদা সনাতন মালিক কে গ্রেফতার করা হয়েছে এবং আজ আদালতে হাজির করা হয়েছে । আট দিন আগে নাবালিকা মন্ডল গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে ছিলো । সেখান থেকে নাবালিকাকে  কিডন‍্যাপ করা হয় । এমনটাই অভিযোগ করেন মা মমতা মালিক । এদিন একটি মিসিং ডায়রিও করা হয় ।

Related posts

মঙ্গলকোটের দীর্ঘসোয়া প্রাথমিক বিদ্যালয়ে আনন্দে দিন কাটাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা

E Zero Point

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত

E Zero Point

বৃষ্টিকে উপেক্ষা করে মন্ত্রী, বিধায়কের সাথে প্রচারে তৃণমূল প্রার্থী

E Zero Point

মতামত দিন