25/04/2024 : 2:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটের বকুলিয়াই তাজা বোমা উদ্ধার

আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ২০ জুলাই:


রাজনৈতিক সংঘর্ষে গত ১৩ ই জুলাই উত্তপ্ত হয়েছিল মঙ্গলকোটের বকুলিয়া।

মঙ্গলকোটের মাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বকুলিয়া গ্রামে গ্রাম দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় বিজেপি তৃণমূল।
এরপর পাঁচ জন তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে গুলি লাগে তারা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসাধীন। একজনার অবস্থা এখনো আশঙ্কাজনক।
এরপর পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ১৪ জুলাই ১৩ জনকে গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ। এরপর  চার জনকে জিজ্ঞাসাবাদ করে আরো দুই জন কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নাম প্রণব ধীবর ও সোমনাথ ধীবর। গতকাল ওই ধৃত দুই ব্যক্তির কাছ থেকে পুলিশ জানতে পারে বকুলিয়া গ্রামে বাঞ্ছা হাজরার গোয়াল বাড়িতে ১৬ টি তাজা বোমা রয়েছে। পুলিশ সেই বোমা উদ্ধার করে।
ধৃতদের আরো জিজ্ঞাসাবাদ করছে মঙ্গলকোট থানার পুলিস।

১৬ টি তাজা বোমা উদ্ধার হওয়ার পর এলাকার মানুষ এখনো আতঙ্কিত রয়েছেন।
গ্রামে আর কোন কোন জায়গায় এভাবে বোমা রাখা আছে কিনা তার রতল্লাশি চালাচ্ছে মঙ্গলকোট থানার পুলিশ।

এ বিষয়ে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী জানান, বিজেপির কাজ বোমা গুলি নিয়ে এলাকায় উত্তপ্ত করা। আমাদের প্রশাসনের ওপর আস্থা আছে। পুলিশ তদন্ত করলে আরো অনেক কিছু পাবে ওই বকুলিয়া গ্রাম থেকে।

এ বিষয়ে মঙ্গলকোটের বিজেপি নেতা রানা প্রসাদ গোস্বামী জানান বকুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই।

Related posts

করোনা আক্রান্তের পাশে মেমারি১ বিজ্ঞান কেন্দ্র

E Zero Point

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান

E Zero Point

পঞ্চায়েত সমিতির কন্যাশ্রী মুক্ত মঞ্চে পালিত হল সুভাষ উৎসব

E Zero Point

মতামত দিন