27/04/2024 : 7:29 PM
কালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সিপিআইএম পার্টিদরদী ও সাংস্কৃতিক কর্মীর জীবনাবসান

আলেক শেখ, কালনা, ২৩ জুলাইঃ


সিপিআইএম পার্টিদরদী ও সাংস্কৃতিক কর্মী বাবলু হাজরার জীবনাবসান হয়েছে। বুধবার দুপুরে হঠাৎ গ্যাসফর্ম করে নাদনঘাট থানার নিমতলাস্থিত বাড়িতে তিনি বমি করতে শুরু করেন।  বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তিনি শেষনিঃস্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।  হঠাৎ তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  এলাকার সিপিআইএম পার্টিনেতা, কর্মী সহ বহু অনুরাগীরা তাঁর বাড়িতে যান।  তাঁর মরদেহে পুষ্পস্তবক  দিয়ে শেষে শ্রদ্ধা জানান– পার্টিনেতা সহাদুল খান, হামিদ শেখ, মলয় চক্রবর্তী, তন্ময় মুখার্জি, হাবু মোদক প্রমুখ।  নবদ্বীপ শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সমাধা হয়। ছাত্র জীবন থেকেই বামপন্থার প্রতি তিনি আকৃষ্ট ছিলেন। হঠাৎ বাবার মৃত্যুতে ছাত্রবস্থাতেই পূর্ত (সড়ক) দপ্তরে কর্মজীবনে প্রবেশ করেন। মৃত্যুর আগে পর্যন্ত কালনা পূর্ত দপ্তরে কর্মরত ছিলেন। চাকুরী জীবনে প্রবেশ করলেও তাঁর  বামপন্থার প্রতি শেষ জীবন পর্যন্ত আনুগত্য ছিল প্রবল।  কর্মজীবন ছাড়াও সংস্কৃতি জগতেও তিনি পরিচিত হয়ে উঠেছিলেন। তার হাত দিয়েই সমুদ্রগড়ের রিমা যাত্রা ইউনিট,  নবোদয় সংঘের মতো সাংস্কৃতিক সংস্থাগুলি উন্নতির চরম শিখরে পৌঁছেছে।  তিনি যেমন একদিকে কবিতা, যাত্রা, নাটক রচনায় পারদর্শী ছিলেন, অপরদিকে তার  মঞ্চ কাঁপানো অভিনয় দর্শকদের মন কেড়ে নিতো। তাই তাঁর অকালে চলে যাওয়া পরিবারের তো বটেই, সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও একটি মেয়ে বর্তমান।

Related posts

অশান্তির জেরে গৃহবধূকে কাটারি দিয়ে আঘাত

E Zero Point

একুশের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির সভা

E Zero Point

প্রথমে খুন তার পর যৌন নির্যাতন, কালনার কুখ্যাত চেনকিলারের ফাঁসির সাজা শোনাল আদালত

E Zero Point

মতামত দিন