02/05/2024 : 6:27 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কাটোয়ার শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতে বৃক্ষরোপণ

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ৭ অগাষ্ট ২০২০:


সৃষ্টির সূচনালগ্ন থেকে মানুষ ও অন্যান্য প্রাণী বৃক্ষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। বৃক্ষ পরিবেশ ও প্রকৃতি জীবজগতের পরম বন্ধু। বৃক্ষরাজি না থাকলে পৃথিবীর মানব জাতির অস্তিত্বই বিলীন হয়ে পড়ত। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা নির্বাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ষ। দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকার জন্য অতি জরুরি অক্সিজেন আসে বৃক্ষ থেকে। বৃক্ষ মানুষের জীবনের জন্য অগ্রণী ভূমিকা পালন করে। বন আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় অর্থনীতি, আবহাওয়া এবং জলবায়ু সহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম। সবুজ-শ্যামল বনভূমির দ্বারা একে সুশোভিত ও সৌন্দর্যমন্ডিত করার জন্য কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত যে উদ্যোগ নিয়েছে তা যথেষ্ট প্রশংসনীয়। শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার রাস্তার দুই ধারে M.N.R.E.G.S প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ করা হচ্ছে। ১০০ দিনের কাজের মাধ্যমে শ্রমিকরা চারা নিম গাছ লাগাচ্ছে। সরকারের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

Related posts

মেমারিতে রক্তদান শিবির

E Zero Point

বর্ধমান বি এফ সি-র পক্ষ থেকে রক্তদান

E Zero Point

ইমাম ও মোয়াজ্জেন সম্মেলন হাওড়ায়

E Zero Point

মতামত দিন