জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ১০ অগাষ্ট, ২০২০:
করোনা ভাইরাসের প্রকোপ যে হারে বৃদ্ধি পাচ্ছে সেদিকে লক্ষ্য রেখে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না কোন মেট্রো, লোকাল, দূরপাল্লার ট্রেন। তবে আগের মতোই চলবে স্পেশাল ট্রেন, মালগাড়ি।
এর আগে ভারতীয় রেলবোর্ডের বিজ্ঞপ্তিতে ১২ অগাস্ট পর্যন্ত ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেল মন্ত্রক থেকে। বর্তমান পরিস্থিতিতে ট্রেন না চালানোর সেই সিদ্ধান্ত বহাল রাখা হল। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে রেলওয়ে বোর্ড থেকে।
বর্তমানে ভারতীয় রেল ৩০ টি রাজধানী সহ ২০০ টি স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে। এই ট্রেনগুলি আগের মতোই চলবে।