26/04/2024 : 9:09 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

লকডাউনে ট্রেন বন্ধ, মেধাবী ছাত্রের স্বপ্নপূরণে ব্যর্থ অসহায় হকার বাবা

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, পান্ডুয়া, ১০ অগস্ট ২০২০:


মাধ্যমিকের ভালো ফল করেও আগামি দিনে এগিয়ে যাবার পথে অভাবই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এক মেধাবী ছাত্রের। শরীরে শ্বাস কষ্ট নিয়ে বৈঁচি বিএল মুখোপাধ্যায় ফ্রি ইন্সটিটিউশনের উচ্চবিদ্যালয়ের ৬৫৪ নাম্বার পেয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছে নিউটন মন্ডল। বাড়ি পান্ডুয়া ব্লকের সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতে অন্তগত গোয়াড়া গ্রামে। বাবা পেশায় হকার। ট্রেনে ট্রেনে বাদাম, চানাচুর বিক্রি করে সংসার চালান, যা বর্তমানে লক ডাউনের ফলে ট্রেন বন্ধ, তাই ব্যাবসাও বন্ধ হয়ে গেছে। কোন রকমের সংসার চলছে তাদের।


ছোট থেকেই পড়াশোনাতে ভালো নিউটন। আগামি দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বড় হয়ে আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছে সে। কিন্তু তার বাবা মা তাদের অসুস্থ ছেলেকে ভালো করে ডাক্তার পর্যন্ত দেখাতে পারছেন না তাই তারা আগামি দিনে কি করে তার পড়াশোনার খরচ চালাবেন সেই ভেবে ভেবেই তারা দিন কাটাচ্ছেন।
অন্যান্য বন্ধুরা নতুন ক্লাসের পড়াশোনার টিউশন শুরু করে দিলেও নিউটনের অর্থের অভাবে তা এখনো হয়ে ওঠেনি।
পড়াশোনার পাশাপাশি সে ছবি আঁকতে, টিভিতে কার্টুন দেখতেও খুবই পছন্দ করে।
স্কুলের শিক্ষকরা তাকে পড়াশোনার দিক থেকে যথেষ্ট সাহায্য করে। কিন্তু তার ইচ্ছা সরকারি ভাবে সে যদি কিছু সাহায্য পেতো, তা হলে হয়তো আগামি দিনে তার পড়াশোনা করাটা আরো একটু সহজ হতো।

Related posts

স্ত্রীকে ভিন রাজ্যে পাচারের অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে

E Zero Point

আমরা রাস্তায় নেমে কাজ করছি, ওরা টিভিতে বসে বাংলাকে হেয় করছেনঃ মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

জামালপুরের নবগ্রামের পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত

E Zero Point

মতামত দিন