07/05/2025 : 12:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পল্লিমঙ্গল সমিতির ৭৯তম বর্ষের খুঁটি পূজা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পাল্লারোড, ১১ অগাষ্ট, ২০২০:


করোনা আবহের মাঝেই পূর্ব বর্ধমান জেলার পল্লিমঙ্গল সমিতি তাদের ৭৯তম বর্ষের খুঁটি পূজা সেরে ফেলল, তাদের এই বারের থিম ”সাদায় কালোয়, আলোয় ভালোয়”, চমক থাকলেও সদস্যদের উপস্থিতিতে রাশ টেনে রাখায় খুঁটি পূজায় সেই ভাবে দর্শকের উপস্থিতি চোখে পড়েনি, খুঁটি সাজানো হয়েছিল স্যানেটাইজারের বোতল, মাস্ক ও গ্লাভস দিয়ে, পূজার নৈবেদ্য থেকে ব্রাম্ভ্রণের দক্ষিণা তেও ছিল মাস্ক স্যানেটাইজারের ও গ্লাভস।

আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান ‘করোনা আবহের মধ্যেও তারা পূজা করতে চান প্রশাসনিক অনুমতি মিললে, তারই প্রস্তুতি স্বরুপ আজ খুঁটি পূজা সেরে রাখা হল, পুজোর সাথে ঢাকি , শিল্পি, লাইট ব্যবসায়ী থেকে শুরু করে বহু মানুষের রুটি রুজি জড়িয়ে থাকে, তাই পুজো বন্ধ করা মানে স্থানীয় অর্থনীতিতেও আঘাত ” পুজোর সভাপতি নিমাই চন্দ্র মূখার্জী জানান “আজ খুঁটি পূজা সব রকম নিয়ম মেনে করা হল, করোনা আবহে অনেকেই অবসাদে রয়েছেন, তা কাটাতেও পুজো হওয়া টা দরকার” খুঁটি পুজোর ব্রাম্ভণ সৌম্যদর্শন বাবু জানান ‘ জীবনে প্রথম বার হাতে গ্লাভস পড়ে সংকল্প করলাম,অন্যরকম অভিগ্যতা হল’ , বাজেটে সামান্য রাশ টেনে পুজোর সাথে সাথে স্থানীয় মানুষদের পুজোর সময় জামাকাপড় বা খাদ্যসামগ্রীর বিলির ভাবনা রয়েছে বলে জানান পুজো আহ্বায়ক সুজয় ঘোষ

Related posts

বজ্রপাতে দুই মহিলার মৃত্যু মেমারিতে

E Zero Point

‘পরশপাথর’-এর ছোঁয়ায় প্রাণ ফিরে পেল ভবিষ্যৎ প্রজন্ম

E Zero Point

টানা বৃষ্টিতে বসতবাড়ি সহ চাষের জমিতে জল থৈ থৈ ইন্দাসে

E Zero Point

মতামত দিন