25/04/2024 : 4:54 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আত্মসাৎ করা ১০০ দিনের টাকা ফেরানোর দাবিতে মিছিল

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১৬ অগাস্ট ২০২০:


মোচলেখা দেওয়া তৃণমূল নেতা কর্মীদের ১০০ দিনের কাজের আত্মসাৎ করা অর্থ ফেরানোর দাবিতে রবিবার মিছিল করলেন গ্রামবাসীরা। মিছিল শেষে বিক্ষোভ সভায় দাবি করা হয়– তৃণমূল নেতা-কর্মীদের মুচলেকা দেওয়া অর্থ  ফেরত দিতে হবে। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তা নাহলে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়েই গ্রামবাসীরা তাদের দাবি আদায় করে নেবে।  ঘটনাটি কালনা-২ ব্লকের অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামের। এই গ্রামের তৃণমূলের বুথ সভাপতি আব্দুল মালেক শেখ তিন জন  সুপার ভাইজার স্বপন বারিক, রবীন্দ্রনাথ কোরা এবং মনিরুদ্দিন মন্ডল  ১০০ দিনের কাজের  বিপুল পরিমাণের টাকা আত্মসাৎ করে ধরা পড়ে যান।  সেই টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে গত ৪ ঠা জুলাই  গ্রামবাসীদের নিকট প্রত্যেকেই মুচলেকা লিখে দেন। সংশ্লিষ্ট দপ্তরের  ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল মালেক ও তাঁর স্ত্রী মেহেরুন্নেসা বেগম  মোট ২৩,৮৪৮-০০ টাকা ১০০ দিনের কাজের মজুরি বাবদ তুলেছেন কোন কাজ না করেই।  অভিযোগ  একই ভাবে  ১০০  দিনের কাজের টাকা আত্মসাৎ করেন   তিনজন সুপারভাইজারও।  কুতুবপুর গ্রামে এই ভাবে ১০০ দিনের কাজে ৯২, ৮৫৩-০০   টাকা। আত্মসাৎ করার ঘটনা ঘটে।   সমস্ত আত্মসাৎ করা  টাকা আব্দুল মালেক শেখ,  স্বপন বারিক, মণিরুদ্দিন মণ্ডল ও রবীন্দ্রনাথ কোড়া ফেরৎ দেবেন বলে সকল গ্রামবাসীদের সামনে লিখিত  মুচলেকা দেন। এদিন টাকা ফেরতের দাবিতে  সারা ভারত কৃষক সভার উদ্যোগে ওসমানপুর গ্রামে জমায়েতের পর মিছিল শুরু হয়।  বিভিন্ন গ্রাম পরিক্রমার পর কুতুবপুর গ্রামে  বিক্ষোভ সভায়  বক্তব্য রাখেন– বর্ষীয়ান কৃষক নেতা কাজী নুরুল ইসলাম, জয়দ্বীপ মুখার্জি প্রমুখ।

Related posts

বছরের পর বছর ঘাটালে ভয়াবহ বন্যার জন্য তৃণমূলই দায়ীঃ দিলীপ ঘোষ

E Zero Point

উত্তর জয়পুরে কৈলাস বাবা ধামে রক্তদান শিবির

E Zero Point

পুণ্যার্থীদের জলদানের সঙ্গে পরিবেশ স্বচ্ছতার বার্তা মেমারিতে

E Zero Point

মতামত দিন