25/04/2024 : 11:06 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

শ্রদ্ধায় শহীদ স্মরণ দোগাছিয়ায়

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, পূর্বস্থলী, ২৩ অগাস্ট ২০২০:


পতাকা উত্তোলন শহীদ, বেদীতে মাল্যদান, স্মৃতিচারণ এর মধ্য দিয়ে রবিবার শ্রদ্ধায় স্মরণ করা হয় শহীদ রবীন্দ্রনাথ মাঝিকে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পূর্বস্থলী এক নম্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে দোগাছিয়ায় অনুষ্ঠিত এই স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবনেতা  বীরেশ্বর নন্দী,  টিংকু দাশ, আলহক মোল্লা প্রমূখ।  ১৯৯৪ সালে  আগস্ট মাসে রাতের বেলায় পূর্বস্থলী থানা থেকে বাড়ি ফেরার পথে তিনি জোতদারদের  দালাল বিজেপি দুষ্কৃতীদের হাতে  শহীদ হন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দোগাছিয়া ইউনিট সদস্য এবং দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রবীন্দ্রনাথ মাঝি ছিলেন নির্ভীক।  গরিব খেতমজুর শ্রমজীবী মানুষদের  স্বার্থে লড়াই  করতে গিয়েই তিনি  জোতদারদের চক্ষুশূল হয়ে ওঠেন।  তাই তারা রবীন্দ্রনাথ মাঝিকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে গরিব মানুষের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন।   কিন্তু এখনো পর্যন্ত ওই গ্রামে বামফ্রন্টের শক্তি কমেনি বরং বৃদ্ধি পেয়েছে।   শহীদ রবীন্দ্রনাথ মাঝি যে কাজ করতে চেয়ে ছিলেন, সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েই তাকে স্মরণ করলেন যুব কর্মীরা।

Related posts

কালনার ৫২ জন শহীদ স্মরণে ডি.ওয়াই.এফ.আই-এর রক্তদান শিবির

E Zero Point

পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গর্ভবর্তী ও শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ

E Zero Point

পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদ মেমারিতে কেন্দ্রীয় পদযাত্রা

E Zero Point

মতামত দিন