29/03/2024 : 9:02 PM
আমার বাংলা

গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রীর

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২৫ অগাষ্ট, ২০২০:


সামনেই ২০২১ এর নির্বাচন। রাজ্যের স্বচ্ছ ভাবমুর্তি বজায় রাখতে ও দুর্নীতি রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিনই নিজের দলের লোকজনকেও রেয়াত করেননি। প্রায়ই  দেখা গিয়েছে কোন নেতা বা দলীয়কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেই চটজলদি ব্যবস্থা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই নির্বাচনের আগে রাজ্যে কোনোরকমের দুর্নীতি না হয় তা নিশ্চিত করতে আরো কঠোর পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে আর্থিক গরমিলের অভিযোগ খতিয়ে দেখতে বেসরকারি সংস্থাকে দিয়ে অডিট করানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গতকাল একথা জানিয়েছেন স্বয়ং পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি জানান পঞ্চায়েত স্তরে অনেক সময় দুর্নীতি বা আর্থিক তছরুপের অভিযোগ উঠছে। কিছু ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা কাজ করলেও, সেই সব অভিযোগের একাংশের মধ্যে সারবত্তা থাকতে পারে। এব্যাপারে দপ্তরের পক্ষ থেকে প্রথমে জেলা প্রশাসনের কাছে প্রাথমিক রিপোর্ট চাওয়া হবে। জেলা থেকে সেই রিপোর্ট এলে হিসেবের পুঙ্খানুপুঙ্খ অডিট করাতে আমরা কলকাতা থেকে পেশাদারী সংস্থাকে সংশ্লিষ্ট পঞ্চায়েতে পাঠাব। কোনও ক্ষেত্রে সারপ্রাইজ অডিটেও যেতে পারে এই সব সংস্থা। সেই অডিট রিপোর্টে গরমিল ধরা পড়লে, সংশ্লিষ্ট পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি সরকারি আধিকারিকরাও রেহাই পাবেন না।

 

Related posts

শিবরাত্রি জল আনতে গিয়ে নিখোঁজ হলেন এক যুবক

E Zero Point

পূর্বস্থলী বিডিও অফিসে সিপিআইএমের জমায়েত ও স্মারকলিপি

E Zero Point

বাইকে বাইকে সংঘর্ষ, আহত-৩

E Zero Point

মতামত দিন