07/05/2025 : 12:33 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ 

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২৮ অগাস্ট ২০২০:


নারী নির্যাতনের বিরুদ্ধে ও জনজীবনের বিভিন্ন দাবিতে শুক্রবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির  পূর্বস্থলী আঞ্চলিক কমিটির উদ্যোগে পূর্বস্থলী স্টেশন বাজারে অনুষ্ঠিত এদিনকার বিক্ষোভ সমাবেশে  ব্যাপক মহিলা যোগদান করেন।  সভায় বক্তব্য রাখেন  সংগঠনের রাজ্য সভানেত্রী  অঞ্জু কর,  রাজ্য কমিটির সদস্যা  আলেয়া বেগম,  জেলা কমিটির সদস্যা  ঝুমা দত্ত প্রমূখ।  সভা পরিচালনা করেন  বাসন্তী কুরি।  বক্তারা বলেন– গরবেতায়  এক তৃণমূল নেতা পাঁচজন মহিলার উপর  চরম নির্যাতন নামিয়ে এনেছেন।  ওই মহিলাদের প্রকাশ্য রাস্তার উপরে লাঠিপেটা করা হয়েছে।  এই ঘটনার নিন্দা করার কোন ভাষা নেই। তৃণমূলের রাজত্বে আমাদের রাজ্যে নারীদের সম্মান আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। মহিলাদের জীবনের ও মান-সম্মানের-সম্ভ্রমের   কোনো নিরাপত্তা নেই।   এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে। বক্তারা কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বলেন– এই সরকার মানুষকে শোষণ করছে। দেশের সমস্ত সম্পদ বেসরকারিকরণের নামে বিক্রি করছে। সংবিধানের মূল ভিত্তি নিরপেক্ষতা, গণতন্ত্র,  যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সামাজিক ন্যায়কে ধ্বংস করছে। করোনা আবহে সাধারণ মানুষকে  কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে।  এই অবস্থায় মানুষের পাশে না থেকে সরকার  উল্টো পথে হাঁটছে।  পুঁজিপতিদের আরো পুঁজি বাড়ছে আর গরিব মানুষ আরো গরীব হচ্ছে। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন-প্রতিরোধ গড়ে তুলতে হবে।  তা নাহলে রক্ষা করা যাবেনা দেশ। বাঁচানো যাবে না সাধারণ মানুষকে।

Related posts

নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টে গেলো ভাতারে

E Zero Point

মেমারিতে করোনা আতঙ্কে কয়েকঘন্টার জন্য বন্ধ রইল ব্যাঙ্ক

E Zero Point

বিজেপি রাজ্যের বাইরে থেকে মানুষজন এনে বাংলায় রাজনীতি করছেঃ শিখা রাই

E Zero Point

মতামত দিন