24/03/2023 : 11:40 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

খড়ের পালুইয়ে আগুন লাগানোর অপরাধে মেমারিতে গ্রেপ্তার ১

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২ ফেব্রুয়ারি ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুরের দলুই বাজার অনাথ সমিতি সংলগ্ন এলাকায় সোমবার একটি খড়ের পালুয়ে আগুন লাগার ঘটনা ঘটে। খড়ের পালুই এর মালিক লতা বাগ নামের এক মহিলা মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঙ্গলবার।

মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, বুধবার ভোরে রসুলপুরের দলুই বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং বুধবার দিন বেলায় নির্দিষ্ট ধারায় মামলা রজু করে বর্ধমান আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম রবি ধারা।

 

Related posts

মানবাধিকার সচেতনতায় সাইকেল যাত্রায় মেমারির ৪ যুবক

E Zero Point

দল ছাড়ার খবর একটা গুজব, সংবাদমাধ্যমকে ডেকে বিষ খাবেন, বললেন বিধায়ক

E Zero Point

মেমারি শহরে মহিলার শ্লীতাহানিঃ গ্রেপ্তার যুবক

E Zero Point

মতামত দিন