26/04/2024 : 6:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জালুই ডাঙ্গা গঙ্গা ভাঙ্গন পরিদর্শন

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী, ২৯ অগস্ট ২০২০:


জালুই ডাঙ্গা গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ পরিদর্শনে উপস্থিত ছিলেন ললিত নারায়ণ সিং এক্স কিউ টিব অফিসার অফ ভাগিরতি পূর্ব বর্ধমান জেলা।
স্থানীয় বাসিন্দাদের দাবি প্রত্যেক বছর এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এলাকার বাসিন্দারা কিন্তু বর্তমানে যে কাজ চলছে তাতে তারা খুশি নয়।
কারণ তারা স্থায়ী ভাবে কাজ করছে না।কারণ তারা যে পাথর বজাই খাঁচা ফেলছে সেগুলো খেলা মাত্রই জলে ভেসে চলে যাচ্ছে অন্যত্র।এই গ্রামটা বন্যায় এত ভেঙেছে যে এখানকার বাসিন্দারা এখন রেলের জায়গায় বসবাস করছে তাদের দাবি যদি এখন এটা ঠিক ভাবে বাঁধন না দেওয়া হয় গঙ্গায় তাহলে বছরখানেকের মধ্যে সেই জায়গাটুকু ও গঙ্গার গর্ভে তলিয়ে যাবে।

Related posts

মেমারিতে মা সরস্বতীতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প

E Zero Point

পূর্ব বর্ধমানে বজ্রপাতে মৃত ৪ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান

E Zero Point

বিভিন্ন দাবিতে মেমারিতে সিটুর প্রতিবাদ সভা

E Zero Point

মতামত দিন