22/02/2024 : 3:26 PM
আমার বাংলাপূর্ব বর্ধমানবর্ধমান

মাস্ক না পরায়, বর্ধমানের পথচারীদের হাতে গোলাপ দিলেন এস. আই. বরুণ সরকার

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ এক পুলিশ কর্মী এস আই বরুণ সরকার নিজের ব্যাক্তিগত উদ্যোগে বর্ধমান শহর মূল কেন্দ্র কার্জন গেটে যে সমস্ত পথচলতি মানুষরা বাইকে, সাইকেলে, হেঁটে আসছেন, তাদের মুখে মাস্ক না থাকায় তাদেরকে গোলাপ ফুল দিয়ে সাংকেতিক সংবর্ধনা দেন।

এস আই বরুণ সরকার জানান যে, যারা মুখে মাস্ক না পরে যারা বাইরে বেরোচ্ছে, তারা নিজের ভুল যাতে বুঝতে পারে এবং পরবর্তীকালে মুখে মাস্ক পরে বেরোয়, তার জন্যই এই পদক্ষেপ।

কোনরকম চোখ না রাঙ্গিয়ে তাদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন এই পুলিশ কর্মী বরুণ সরকার।

পাশাপাশি যে সমস্ত ট্রাফিক পুলিশ ও সাংবাদিকরা এই লকডাউন চলাকালীন নিজের জীবনকে ঝুঁকি নিয়ে যেভাবে কাজকর্ম করেছেন, খবর সংগ্রহ করে মানুষের কাছে প্রচার করেছেন সেই রকম সাংবাদিকদের একটি করে খাবারের প্যাকেট এবং সঙ্গে গোলাপ ফুল দিলেন এস আই বরুণ সরকার।  নিজের বেতনের টাকা খরচা করে একজন করোনা যোদ্ধা হিসাবে অন্য সকল করোনা সৈনিকদের উৎসাহ প্রদানের ব্যবস্থা করলেন।

Related posts

ভয়েস ফর ভয়েসলেসের মানবিকতায় উদ্ধার বানর শিশু বর্ধমানে

E Zero Point

কালনার সিআইটিইউ-এর  তহবিলে অর্থদান

E Zero Point

জে পি নাডার পশ্চিমবঙ্গ সফর নিয়ে তৃণমূলের বিরোধ

E Zero Point

মতামত দিন