26/04/2024 : 1:14 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় ঢাকিদের মাথায় হাত

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৮ সেপ্টেম্বর, ২০২০:


সামনেই বাঙালির বড়ো উৎসব দুর্গাপূজা। প্রতিবছর এই দূর্গাপূজাকে কেন্দ্র করে প্রচুর মানুষ নানা ভাবে রুজি রোজগার করে থাকে। সেই মতো কালনার ঢাকিরা ও এই দূর্গাপূজার দিকে সারাবছর তাকিয়ে থাক। তারা প্রতিবছর পশ্চিমবঙ্গ এর বাইরে দিল্লি, মুম্বাই, নানা দূর দেশে গিয়ে দুর্গাপুজোর সময় ঢাক বজায়। কিন্ত লকডাউনের জন্য এবছর আর কোনো বায়না পাইনি, তাই অতি কষ্টের মধ্যে দিন কাটছে। কোনো রকমে খেয়ে বেঁচে আছে। এই বছর প্রথম ঢাকি বায়না পাচ্ছে না।

ক্লাব, বাড়ি, বারোয়ারি লোকডাউনের জন্য পুজোতে এবার কম বাজেট, তাই ঢাকিকে বায়না করছে না। অতি অল্প খরচে পুজো সংগঠকরা এবার পুজো সম্পন্ন করবেন তাই এই বছর ঢাকিদের মাথায় হাত।

Related posts

বিশ্ব নবী দিবস উপলক্ষ্যে ও আসন্ন কালীপুজোর আগে বস্ত্র বিতরণ মেমারিতে

E Zero Point

মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের বস্ত্র বিতরণ

E Zero Point

প্রয়াত সিপিআইএম নেতা আনারুল ইসলামের জন্য অর্থসংগ্রহ অভিযান

E Zero Point

মতামত দিন