26/04/2024 : 1:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি থানায় পুলিশ দিবস পালন

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, মেমারি, ৯ সেপ্টেম্বর, ২০২০:


গত ১ লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করা হবে । এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু গত ৩১ অগাষ্ট প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হন। রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ার কারণে স্থগিত হয়ে যায় পুলিশ দিবস পালন।

পরবর্তী ঘোষণা মত গত ৮ সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে পুলিশ দিবস পালন করা হয়।। মেমারি থানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে পুলিশ দিবস পালন করলেন। করোনা পরিস্থিতিতে সামনের সারিতে থেকে লড়াই করছেন পুলিশ আধিকারিক থেকে কর্মী সকলেই । তাই তাদের সম্মান জানতে এদিনে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভা করেন । সে সভার মধ্যে দিয়ে মেমারি থানার পক্ষ থেকে দিনটি পালন করা হলো ।

Related posts

পদব্রজে সোনালি চতুর্ভূজ শেষ করে আগামীকাল বর্ধমান ফিরছেন দাশু দা

E Zero Point

খাদি মেলায় ১০ দিনে ৩৩ লক্ষ টাকা বিক্রিঃ নজির সৃষ্টি করল গ্রামীণ শিল্পীরা

E Zero Point

সিভিক ভলেন্টিয়ার্সের তৎপরতায় বাইক উদ্ধার

E Zero Point

মতামত দিন