24/04/2024 : 9:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

পুলিশের সহায়তায় ফিরে পেলেন হারিয়ে যাওয়া টাকা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১৮ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের পালিশগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক পঞ্চানন দাস(৭৭)।
তিনি পেনশনের টাকা তুলতে এসেছিলেন মঙ্গলকোটের নতুনহাটে। সেই টাকা তিনি মিষ্টির দোকানে মিষ্টি খেতে গিয়ে হারিয়ে ফেলেন। তিনি তৎক্ষণাৎ মঙ্গলকোট থানার দ্বারস্থ হন।
কয়েক ঘন্টার মধ্যেই সেই টাকা উদ্ধার করে ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে তুলে দেন মঙ্গলকোট থানার এস, আই তরুণ কুমারের লেট।

পুলিশের কাজে খুশি হয়েছেন ওই শিক্ষক মহাশয়। ওই শিক্ষক মহাশয় জানান, প্রথমে আমি আশা ছেড়ে দিয়েছিলাম টাকার। কিন্তু মঙ্গলকোট থানার পুলিশ এইভাবে কয়েক ঘন্টার মধ্যে আমার টাকা ফিরিয়ে দেবে আমি ভাবতেও পারিনি। ওই টাকা যদি না পেতাম তাহলে এ মাসে কিভাবে যে সংসার চালাতাম তা আমি ভেবে পাচ্ছিলাম না। মঙ্গলকোট থানার পুলিশ কে অসংখ্য ধন্যবাদ জানাই।

Related posts

পূর্বস্থলীতে কৃষক বিলের সমর্থনে বিজেপির মিছিল

E Zero Point

লক্ষীপুজোতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ মেমারিতে

E Zero Point

বর্ধমানে ইভটিজিংয়ের শিকার যুবতী ও তার হবু স্বামী

E Zero Point

মতামত দিন