17/04/2024 : 8:26 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা শহরে প্রতি রবিবার বিনামূল্যে সবজিবাজার

আলেক শেখঃ কালনা শহরে ছাত্র-যুব-শিক্ষক যৌথভাবে এবং বিজ্ঞান কর্মীদের উদ্যোগে দুটি বিনামূল্যের সবজি বাজার বসে | দুটি বাজারে পাঁচ শতাধিক  মানুষ ৯/১০ রকমের সবজি বিনামূল্যে পান |  দুই বাজারের উদ্যোক্তা  কালনা শহর এলাকার এসএফআই, ডিওয়াইএফআই, এবিপিটিএ, এবিটিএ এবং পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের কালনা বিজ্ঞান কেন্দ্র | এই সংস্থাগুলির কর্মকর্তারা জানান– লকডাউন, আমফান, কালবৈশাখী ঝড় সাধারণ মানুষকে মহাসঙ্কটে ফেলেছে |  তাঁদের সরকারি ত্রাণ পাওয়ার দাবিতে ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন বিক্ষোভ আন্দোলন চাল শুরু করেছে | মহাসংকটে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ | কালনা বিজ্ঞান কেন্দ্রের এক কর্মকর্তা রামকৃষ্ণ নাগ জানান– যতদিন না মানুষের এই চরম সংকট কাটছে, তত দিনই প্রতি রবিবার আমাদের সংস্থা এই কর্মসূচি চালিয়ে যাবে |

Related posts

কৃষি বিল এর সমর্থনে ভাতারে বিজেপির মিছিল

E Zero Point

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার জামালপুর ৩২বিঘা এলাকায়

E Zero Point

মেমারিতে চায়ের দোকানের মালিককে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন