05/12/2023 : 8:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির মুক্তমনা ও বিজ্ঞানকর্মী নীধুদা প্রয়াত

নিজস্ব সংবাদদাতাঃ জন বিজ্ঞান কর্মী নিধুরাম বিশ্বাসের (৫৮) জীবনাবসান ঘটেছে | শনিবার সকালে মেমারি থানার বোহার-২ গ্রাম পঞ্চায়েতের মাকরা গ্রামে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন | তিন বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন | জীবিত অবস্থায় মেডিকেল কলেজে বেশ কয়েকজন প্রয়াত যুক্তিবাদী মানুষের দেহদানকালে তিনি উপস্থিত থেকেছেন। শনিবার দুপুরে সেই বর্ধমান মেডিকেল কলেজে তাঁর দেহ দান করা হয় | সেই সময় উপস্থিত ছিলেন পঃ বঃ বিজ্ঞান মঞ্চে’র মেমোরি-১ বিজ্ঞান কেন্দ্র ও জেলা নেতৃত্ব অমিতাভ ঘোষ, মানব যশ প্রমুখ | পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে, প্রয়াত বিজ্ঞানকর্মীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় । সংগঠনের মেমারি ২ বিজ্ঞান কেন্দ্রের পক্ষে ড: যুগল মুখার্জি শোক প্রকাশ করে বলেছেন, “নিধুরাম বিশ্বাসের প্রয়াণে বিজ্ঞান আন্দোলনের অপূরণীয় ক্ষতি হল”। প্রয়াত নিধিরাম বিশ্বাস দেহদান ও চক্ষুদান আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন সক্রিয়ভাবে যুক্ত ছিলেন । নিজের প্রয়াত পিতার চক্ষুদানের কাজ সম্পন্ন করেছিলেন সম্পূর্ণ নিজ উদ্যোগে। মেমারি দু’নম্বর ব্লকের বিজ্ঞান আন্দোলনে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন । শুধু তাই নয় তিনি গরিব মধ্যবিত্ত সকলের খুব প্রিয় ছিলেন । যে কোনো মানুষ অসুস্থ হলে তিন হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী নিতেন | তাঁর দুই পুত্র, স্ত্রী, মা বর্তমান |

 

Related posts

রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে নিরন্তর কাজ করে চলেছে সেনাবাহিনী

E Zero Point

লঞ্চ ডুবে গঙ্গাবক্ষে ৮ টি লরি তলিয়ে গেল, নিখোঁজ ২০ জন

E Zero Point

বিধায়ক যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করলেন কুলটিতে

E Zero Point

মতামত দিন