24/04/2024 : 11:33 AM
আমার বাংলা

“করোনা জয়ী” হয়ে ফিরলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ

জিরো পয়েন্ট নিউজ – রূপাঞ্জন রায়, ২০ সেপ্টেম্বর, ২০২০:


দশ দিনের লড়াই শেষে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু গতকাল দুপুরে, মেদিনীপুর শহরের উপকণ্ঠে থাকা ‘আয়ুশ কোভিড হাসপাতাল’ থেকে করোনা মুক্ত হয়ে ফিরেছেন। করোনা যুদ্ধে’র একেবারে প্রথম সারির যোদ্ধা হিসেবে এতদিন লড়াই করে গিয়েছিলেন ৫৯ বছর বয়সী এই মানুষ টি। জেলার কোভিড টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ছিলেন ডাঃ কুন্ডু। এবার, ‘করোনা জয়’ করে নতুন এক অভিজ্ঞতারও সাক্ষী হলেন এই প্রথম সারির করোনা যোদ্ধা। জেলাশাসক ডঃ রশ্মি কমল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল সহ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য ভবনের আধিকারিক ও পদাধিকারী রা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। স্বভাবতই উচ্ছ্বসিত, মেদিনীপুর মেডিক্যাল কলেজের সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত কর্মীরা।
আপাতত কয়েকদিন গৃহ নিভৃতবাসেই থাকবেন জানা যাচ্ছে । সপ্তাহ খানেকের মধ্যেই , পুনরায় কোভিড যুদ্ধে তথা স্বাস্থ্য পরিষেবা প্রদানের লড়াইতে ঝাঁপিয়ে পড়বেন বলেও জানিয়েছেন।

Related posts

মানবাধিকার কমিশনের পক্ষ থেকে প্রতিদিন অন্নসেবা বর্ধমানে

E Zero Point

অগাস্ট মাসের শেষ লকডাউনে মেমারি শহরের চিত্র

E Zero Point

বর্ধমানে নারায়ানা স্কুলে ভ্যাক্সিনেশন ক্যাম্প

E Zero Point

মতামত দিন