28/03/2024 : 8:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মহিলাদের বিনামূল্যে আইনি পরিষেবা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৩ সেপ্টেম্বর ২০২০:


গত ২২ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতেগিছায় মহিলাদের বিনামূল্যে আইনি পরিষেবার জন্য এক বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হল। জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ ও জাতীয় মহিলা কমিশনের যৌথ উদ্যোগে এবং পশ্চিমবঙ্গের রাজ্য আইণি পরিষেবা কর্তৃপক্ষের উপস্থপনায় পূর্ব বর্ধমান জেলা শাখা এই অনুষ্ঠানের পরিচালনা করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা পূর্ব বর্ধমান কোর্টের বিচারক শুভঙ্কর বিশ্বাস,বার অ্যাসোসিয়েশনের মহিলা প্রতিনিধি শর্মিষ্ঠা সামন্ত, উত্তরা শর্মা শঙ্কর এবম সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক চিরঞ্জিৎ ঘোষ। সংস্থার পক্ষ থেকে শুভঙ্কর বিশ্বাস জানান যে, গামের প্রতন্ত অঞ্চলের মহিলারা তাদের সংবিধানে তাদের আইনি ক্ষমতা সম্পর্কে অজ্ঞাত। তাদের আইনি সচেতনতা করার জন্য এই শিবিরের আয়োজন।


Related posts

আউসগ্রামে তৃণমূলের প্রমীলা বাহিনীর প্রচার

E Zero Point

গুসকরা ও মঙ্গলকোটের গর্ব দেবায়ন রায়ঃ সংবর্ধনা দিলেন বিধায়ক অভেদানন্দ থান্ডার

E Zero Point

ভাতারে একই জায়গায় পর পর দুদিন পথ দুর্ঘটনা

E Zero Point

মতামত দিন