27/04/2024 : 12:37 AM
আমার দেশ

ছবিতে দেখুনঃ কৃষকদের ডাকে আজ ভারত বনধ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর, ২০২০:


আজ, শুক্রবার গোটা দেশ জুড়ে ৩১টি কৃষক সংগঠন ভারত বনধের ডাক দিয়েছে৷ আইন করে ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা দেওয়ার দাবিতেই এই বনধের ডাক দিয়েছেন কৃষকরা৷

হায়দ্রাবাদঃ


ফলে এ দিন গোটা দেশেই রেল এবং সড়ক পথে চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে৷ যদিও পঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতেই বনধের প্রভাব সবথেকে বেশি পড়ার সম্ভাবনা৷

পঞ্জাবঃ

অল ইন্ডিয়া ফার্মার্স ইউনিয়ন (এআইআইপিইউ), ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকিউ), অল ইন্ডিয়া কিষাণ সংঘ (এআইকেএম) এবং অল ইন্ডিয়া কিষাণ সংহতি সমন্বয় কমিটি (এআইকেএসসিসি) এবং অন্যান্য রাজনৈতিক সমর্থিত সংগঠন কৃষকদের সমাবেশ, অবরোধের ডাক দিয়েছে ।

পূর্ব বর্ধমানঃ


এই সপ্তাহের শুরুর দিকে সংসদ অধিবেশন চলাকালীন সরকার কর্তৃক পাস হওয়া কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ আছড়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে।পাঞ্জাব ও হরিয়ানায় ৩১ টি কৃষক সংস্থা ইতিমধ্যে ফার্ম বিলগুলির বিরুদ্ধে প্রতিবাদ করছে।

সিআইটিইউ সহ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ভারতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্র, হিন্দ মজদুর সভা, অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার এবং ট্রেড ইউনিয়ন সমন্বয় কেন্দ্র সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আজ কৃষক আন্দোলনের সমর্থনে নেমেছে।

গত বৃহস্পতিবার কংগ্রেসও জানিয়ে দিয়েছে, তারা এই বনধকে সমর্থন করবে৷ এ ছাড়াও তৃণমূল কংগ্রেস, আপ, এনসিপি, বাম দলগুলি, আরজেডি সহ আঠারোটি বিরোধী দলের পক্ষ থেকে নতুন তিনটি কৃষি বিলে সই না করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করা হয়েছে৷

 

Related posts

ভক্তদের দুয়ারে সবরীমালা ‘স্বামী প্রসাদম’

E Zero Point

‘বিজেপির পাতা ফাঁদে’- জনগণঃ অঙ্কটা কি ভাবতে হবে…..

E Zero Point

সমস্ত রাজ্যগুলিকে কোভিড – ১৯ এর টিকাকরণের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান কেন্দ্রের

E Zero Point

মতামত দিন