28/11/2022 : 1:45 PM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

গান্ধীজয়ন্তীতে বৃক্ষরোপন কর্মসূচি ভাতারে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে গান্ধীজীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার কলেজের অধ্যক্ষ এনামুর করিম, ভাতার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ প্রদ্যুৎ পাল, বিশিষ্ট সমাজসেবী সানাই ফোজদার, ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির সভাপতি স্বপন চ্যাটার্জি।

প্রায় ৫০ টি গাছ লাগানো হয় সংস্থার চত্বরে। সহ-সভাপতি প্রদ্যুৎ পাল জানান, আজ গান্ধীজীর জন্মদিন উপলক্ষে আমাদের সোসাইটিতে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছিলাম। ৫০ টি গাছ লাগানো হয়েছে। সমাজে সবুজ উন্নয়ন হলে, সমাজের সকলের সুস্থ থাকবে।

Related posts

বিষ মদ কান্ডঃ বর্ধমানে মৃতের সংখ্যা বেড়ে ৪

E Zero Point

কালনার কুখ্যাত চেনকিলার দোষী সাব্যস্ত, সোমবার সাজা

E Zero Point

পিলা মিলন সংঘ এর মাঠে প্রাণী সম্পদ বিকাশ মেলা

E Zero Point

মতামত দিন