06/05/2024 : 10:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

মুর্শিদাবাদ সফরে এসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

জিরো পয়েন্ট নিউজ – রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ, ১৯ নভেম্বর, ২০২০:


মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির ও হাজারদুয়ারী পরিদর্শনের পর বহরমপুর সার্কিট হাউসে এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি প্রথমেই মুর্শিদাবাদের জেলাপরিষদের সভাধিপতি মোশারফ হোসেনের নিরাপত্তারক্ষী প্রত্যাহার নিয়ে সমালোচনা করেন।রাজনৈতিক প্রভাবে নিরাপত্তা প্রত্যাহার প্রজাতন্ত্রের মূলে কুঠারাঘাত। রাজ্য সংবিধানের বিধি মোতাবেক কাজ করছে না বলে মন্তব্য করেন।নিজের সাংসদীয় অভিজ্ঞতা ব্যাক্ত করে রানাঘাটে সাংসদ জগন্নাথ সরকারকে শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানাতে না দেওয়ার ঘটনার তীব্র নিন্দাও করেন। জনপ্রতিনিধিত্বের অধিকার খর্ব করা হচ্ছে বলে দাবী করেন। একই সাথে রাজনৈতিক নিরপেক্ষতা জলাঞ্জলি দেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসনের কর্মীদের সাংবিধানিক অধিকারের কথা স্মরণ করিয়ে দেন তিনি।

পাশাপাশি দাবী করেন বেশ কিছু প্রশাসনিক আধিকারিকের আচরণ বদলেছে, আগামী তে আইন মোতাবেক প্রশাসন না চললে তাদের জন্যে খারাপ দিন অপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাননীয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়। করোনা কালে কৃষকদের প্রাপ্য ডাইরেক্ট বেনিফিসিয়ারী স্কীমে রাজ্য সরকার মিডিল ম্যান হতে চেয়ে প্রকল্প থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেন। বঙ্গ শিল্প সম্মেলনের খরচ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। রাজ্য সরকারের তরফে বঙ্গ শিল্প সম্মেলনের খরচ ও বিনিয়োগ সংক্রান্ত প্রশ্নের চিঠির উত্তর না আসায় অসন্তোষ প্রকাশ করেন। রাজনৈতিক নেতাদের পরিচালনায় চলা কিছু জেলার পুলিশ সুপারদের সতর্ক করেন। তারা আগুন নিয়ে খেলা করছেন বলে মন্তব্য করেন, একই সাথে মুর্শিদাবাদের জেলা শাসক ও জেলা পুলিশ সুপার না আসায় তিনি উষ্মা প্রকাশ করেন। পশ্চিম বঙ্গের ঐতিহ্য,আতিথেয়তা, কৃষ্টি সংস্কৃতির প্রশংসা করে তিনি রাজনৈতিক সংস্কৃতিও সমান ভাবে শ্রীময় হোক বলে কামনা করেন তিনি।

Related posts

শ্রীধরপুর সমবায়ঃ কড়া নিরাপত্তায় ভোটের নমিনেশন পত্র জমা দিলেন প্রার্থীরা

E Zero Point

মেমারিতে দুর্গামন্দিরের শিলান‍্যাস

E Zero Point

শুভেন্দু অধিকারী না মুকুল রায় কে হবেন বিরোধী দলনেতা?

E Zero Point

মতামত দিন