28/04/2024 : 1:37 AM
দুর্গাপুজো সংবাদ

কাপড়ের পাইকারি বাজারে নেই কোন দুর্গাপুজোর কোলাহল

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ৯ অক্টোবর,  ২০২০:


প্রতিবছর ক্রেতা-বিক্রেতার ভিড়ে সরগরম থাকলেও এবারকার চিত্রটা সম্পূর্ণ আলাদা, অন্য সবকিছুর মতন করোনার প্রভাব ফেলেছে কাপড়ের হাটে, দীর্ঘ ২৫ বছর পুরনো সমুদ্রগড় এর গনেশ চন্দ্র কর্মকার তাঁত কাপড় হাট প্রতিবছর ঈদ ও শারদীয় উৎসব আসলে ক্রেতার ভিড়ে জমজমাট হয়ে উঠতো।
সারা রাজ্য জুড়ে মহাজন’ ও ক্রেতাদের ভিড় হয় এই তাঁত কাপড় হাটে, কিন্তু এবার হাটে নেই কোন কোলাহল।

বাড়িতে বসে বেশিরভাগ মানুষই কেনাকাটা করছো অনলাইনে তাই লোকসান গুনতে হচ্ছে বাজারের ব্যবসায়ীদের।
অল্প সংখ্যক মানুষ আসছে কেনাকাটা করতে তাই কোন দিশা না পেয়ে দোকান খুলে রীতিমতো আশায় দিন গুনছে গনেশ চন্দ্র কর্মকার তাঁত কাপড় হাট এর সমস্ত ব্যবসায়ীরা।
হাট এর মালিক সুবীর কর্মকার বলেন, করোনা আবহে ট্রেন না চলার কারণে কোন মহাজন ও ক্রেতা আসতে পারছেনা এই হাটে।

পূর্বস্থলী থেকে লক্ষণ দেবনাথ এর রিপোর্ট।

Related posts

পথশিশুদের মুখের হাসি দেখলেই দুর্গা উৎসবের আনন্দ পান

E Zero Point

মা দুর্গার পায়ের ছাপ….কাটোয়ায়

E Zero Point

মেমারির দুর্গাপুজোয় মাস্ক বাধ্যতামূলকঃ উদ্যোক্তাদের জন্য সিঙ্গেল উইন্ডো পরিষেবা

E Zero Point

মতামত দিন