03/05/2024 : 8:58 AM
দুর্গাপুজো সংবাদ

মেমারির দুর্গাপুজোয় মাস্ক বাধ্যতামূলকঃ উদ্যোক্তাদের জন্য সিঙ্গেল উইন্ডো পরিষেবা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  মেমারি, ৯ অক্টোবর, ২০২০:


মেমারি ১ ব্লকের দুর্গাপূজা কমিটি গুলিকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো ব্লক অফিসের নজর মঞ্চে। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংসদ নার্গিস বেগম,, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, বিডিও ডাঃ রেহানা বশির, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অগ্নিনির্বাপণ আধিকারিক।

এ দিনের এই বৈঠক শেষে মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জি বলেন, কভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত পারমিশনের বিষয়গুলিকে এক উইন্ডোর মধ্যে আনা হয়েছে. সমস্ত পুজো উদ্যোক্তারা ইলেকট্রিক, থানা ফায়ার ব্রিগেড সহ যে সমস্ত জিনিসের পুজোর উদ্যোক্তাদের পারমিশন লাগে, তাঁরা সবই একই ছাতার নিচে করতে পারবে | তার জন্য ব্লক অফিসের একটি ঘর থেকে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানান তিনি , এছাড়া পুজো উদ্যোক্তাদের বলেন যে প্রত্যেক পূজামণ্ডপে মাক্স বাধ্যতামূলক রাখতে হবে এবং কোন অসুবিধা হলে তৎক্ষণাৎ ইমারজেন্সি নাম্বারে ফোনের মাধ্যমে বিষয় গুলি জানাতে পারবেন পুজো উদ্যোক্তারা।

Related posts

দুর্গাপুজো উপলক্ষে দুঃস্থদের মধ্যে বস্ত্রদান মেমারিতে

E Zero Point

পুজোর সময় নিয়ম মেনে গাড়ি চালান, সচেতনতা অভিযান বর্ধমানে

E Zero Point

৮৭ বছরের ব্যানার্জ্জী বাড়ির পুজো

E Zero Point

মতামত দিন