03/05/2024 : 3:51 AM
দুর্গাপুজো সংবাদপূর্বস্থলী

দুঃস্থ বাচ্চাদের পুজোয় নতুন পোশাক

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৩ অক্টোবর, ২০২০:


কালনার পূর্ব সাতগাছিয়া গ্রাম, পু্র্বস্থলী-১ ব্লকের নসরৎপুর গ্রাম পঞ্চায়েত ও বকপুর অঞ্চলের নওপাড়া গ্রামে ইউথ ব্রিগেড সংগঠনের পক্ষ থেকে দূর্গাপূজা উপলক্ষে ২৫ জন দুঃস্থ পরিবারের বাচ্চাকে নতুন পোশাক বিতরণ করা হলো মঙ্গলবার। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউথ ব্রিগেড সংগঠনের প্রতিষ্ঠাতা ও বেসরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক পল্লব দাস,ইউথ ব্রিগেডের বিভিন্ন পদাধিকারী চয়ন সরকার,অমিত বসাক, দেবরাজ বসাক,অনামিকা মন্ডল,প্রিয়া বসাক,রিম্পা রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ।

পল্লব বাবু বলেন,”বিগত ৮ মাস ধরে করোনার লড়াইতে ইউথ ব্রিগেড লড়ে চলেছে, অসহায় মানুষদের খাওয়ানো,মাস্ক,স্যানিটাইজার দেওয়া এবং করোনা সচেতনতার প্রচারের মাধ্যমে । করোনা মহামারীতে অর্থনৈতিক সঙ্কটে সাধারণমানুষ,তাই আসন্ন দূর্গাপূজা উপলক্ষে কিছু দুঃস্থ বাচ্চাকে নতুন পোশাক দিয়ে তাদের আনন্দ ভাগ করে নিতে ইয়ুথ ব্রিগেড সংগঠনের এই উদ্যোগ।

Related posts

পূর্বস্থলীতে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা

E Zero Point

জীবন্ত মা দুর্গার আরাধনায় মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

আগমনীর হাসিতে মাতোয়ারা শিশুমন মগড়ায়

E Zero Point

মতামত দিন