26/04/2024 : 12:55 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জেলা জুড়ে চলছে পথশ্রী অভিযান

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১১ অক্টোবর, ২০২০:


রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা খারাপের অভিযোগ উঠেছিল অনেক দিন ধরেই, তাই মানুষের চলাফেরার জন্য রাস্তাঘাটের হাল ফেরাতে উদ্যোগী হন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, পথশ্রী অভিযান এর মাধ্যমে মেরামতির জন্য ৭০০০ রাস্তা চিহ্নিত করা হয়েছে। রাজ্যে মোট ১২ হাজার কিলোমিটার রাস্তা এই প্রকল্পের আওতায় মেরামত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন।


গতকাল পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বগপুর পঞ্চায়েতের অন্তর্গত শেওড়াগড়িয়া থেকে মসাগড়িয়া পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন করলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক ও পূর্বস্থলী ১ বিডিও নিশিথ বালা। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ, বগপুর পঞ্চায়েত প্রধান সইদুল সেখ, বগপুর পঞ্চায়েত এর দক্ষিণ যুব সভাপতি বুলা শেখ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related posts

আশাকর্মীদের পাশে রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন

E Zero Point

নন্দীগ্রামে পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

জলে ডুবে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

E Zero Point

মতামত দিন